২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫

মোদীর সঙ্গে কথা ম্যাক্রোঁর, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে পাশে থাকার আশ্বাস

High News Digital Desk:

জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বললেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি সন্ত্রাসী হামলায় স্বজনহারাদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

পহেলগাম সন্ত্রাসী হামলার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, “এই কঠিন সময়ে ভারতের জনগণ, ফ্রান্সের সংহতি ও বন্ধুত্বের উপর নির্ভর করতে পারে। আমরা সর্বদা সমস্ত ধরণের সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াইয়ে ঐক্যবদ্ধ ছিলাম এবং সর্বদা থাকব।”

Scroll to Top