সোমবার দুই দেশ ফ্রান্স ও আমেরিকা সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি| প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে খবর, সোমবার ফ্রান্সের উদ্দেশে রওনা দেবেন তিনি| সেখান থেকে রওনা দেবেন আমেরিকার উদ্দেশে| সব ঠিক থাকলে আগামী ১৩ ফেব্রুয়ারি ওয়াশিংটনে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি| সেখানে সব থেকে বড় হয়ে উঠতে চলেছে অভিবাসী প্রসঙ্গ| এছাড়াও খবর, নয়া মার্কিন শুল্কনীতি এবং বাংলাদেশে প্রসঙ্গে কথা হতে পারে উভয় রাষ্ট্রনেতার মধ্যে| প্রধানমন্ত্রীর সফরের বিষয় জানিয়েছেন ভারতের বিদেশসচিব বিক্রম মিসরি| ওয়াশিংটনে ১৩ ফেব্রুয়ারির বৈঠকের কথা জানিয়েছেন তিনি| উল্লেখ্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সময় মোদি-ট্রাম্প বৈঠক হতে চলেছে| ইতিমধ্যে ১০৪ জন অবৈধবাসী ভারতীয়কে দেশে ফিরেয়েছে আমেরিকা| হাতে-পায়ে চেন বাঁধা অবস্থায় বিমানে চাপিয়ে যেভাবে দেশে পাঠানো হচ্ছে ভারতীয়দের, তা নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে| ভারতীয়দের সঙ্গে এমন ব্যবহারে মোদি সরকারের কূটনৈতিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে| এই অবস্থায় মোদি-ট্রাম্পের মধ্যে মার্কিন অভিবাসী নীতি নিয়ে আলোচনা হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা| এছাড়াও আমেরিকা শুল্কের প্রকোপে পড়তে পারে ভারত| কারণ ট্রাম্পে নতুন শুল্কনীতি প্রয়োগের তালিকায় চিন, জাপানের পাশাপাশি ভারতও রয়েছে| তবে এখনও ভারতের উপর অতিরিক্ত শুল্ক চাপানোর ব্যাপারে মুখ খোলেননি ট্রাম্প| অন্যদিকে সম্পর্কের বরফ গলাতে ভারত ইতিমধ্যেই কিছু দামি মার্কিন পণ্যের উপর আমদানি কর ছাড় ঘোষণা করেছে| ভারতকে আরও বেশি করে অস্ত্র কিনতে চাপ দেওয়া হচ্ছে বলেও খবর| বৈঠকে এমন নানা প্রসঙ্গের পাশাপাশি বাংলাদেশের সাম্প্রতিক অবস্থা নিয়েও আলোচনা হতে পারে বলে জানিয়েছেন বিদেশসচিব| সব মিলিয়ে অতি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে মোদির এই আমেরিকা সফর|









