৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

মোদি-ইউনুস ফোনালাপ, প্রভাব পড়বে বিশ্ব রাজনীতিতে

High News Digital Desk:

নয়াদিল্লি : ১৫ আগস্ট, স্বাধীনতা দিবসে, লাল কেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) জাতির উদ্দেশে ভাষণে উঠে এসেছিল বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ। সে’দেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুর জীবন-জীবিকার সুরক্ষা প্রসঙ্গে বলতে শোনা গিয়েছিল তাঁকে। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে উল্লেখ করেছিলেন, ‘১৪০ কোটি ভারতবাসী চান, বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষার সুনিশ্চিত হোক।’ তিনি এও জানাতে ভোলেননি যে, ‘ভারত সব সময় চায়, প্রতিবেশী দেশগুলি সুখ ও শান্তির পথে চলুক।’ পাশাপাশি, ভারতের সংস্কার ও অঙ্গীকারের কথা বলেছিলেন নরেন্দ্র মোদি। বাংলাদেশের ভবিষ্যৎ বিকাশযাত্রায় ভারত যে শুভাকাঙ্ক্ষীর ভূমিকাই পালন করবে, তাও নিশ্চিত করেছিলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের ঠিক একদিন পরেই, ১৬ আগস্ট, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস (Muhammad Yunus) যোগাযোগ করেছেন নরেন্দ্র মোদির সঙ্গে। সেই তথ্য জানিয়ে নিজের এক্স (X) হ্যান্ডলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর মহম্মদ ইউনুসের টেলিফোন কল পেয়েছি। সে’দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা হয়েছে।’

১৬ আগস্ট, বিকেল ৪টে ১০-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক্স হ্যান্ডল থেকে পোস্টে আরও লেখা হয়েছে, ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর মহম্মদ ইউনুস সে’দেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করেছেন।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও লিখেছেন, ‘স্থায়ী গণতান্ত্রিক অগ্রসরমান শান্তিকামী বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের কথা বলেছি প্রফেসর ইউনুসকে।’

বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতিতে ইউনুস-মোদি ফোনালাপ বিশ্ব-রাজনীতিতে, বিশেষত দক্ষিণ এশিয়ার পররাষ্ট্র সমীকরণে বিশেষ প্রভাব ফেলবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।

Scroll to Top