৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

মোদির কাছে মোহন-বাণী নয় তো মোহনীয়!

High News Digital Desk:

শপথ তো হল| কিন্তু পথ কি রইল আগের মতো মসৃণ? ততীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর, এখন এই প্রশ্নটাই ধাওয়া করে বেড়াচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদিকে| শরিকের মন জুগিয়ে চলা তাঁর ধাতে সইবে কি? বিরোধীদের হেলাফেলা করার অভ্যাসটাও যে পাল্টাতে হবে| সঙ্গে সামলাতে হবে হিন্দুত্বের নিউক্লিয়াসে বিরাজমান সংঘশক্তির চাপ| সে-চাপ যে তাঁকে সামলাতেই হবে, শপথ গ্রহণের পর দিনই তা পরিষ্কার করে দিয়েছেন স্বয়ং সংঘপ্রধান|
সংখ্যা শুধু কথাই বলে না, সংখ্যা স্থির করে দেয় কথার ধরনধারনও| তা না হলে, একক সংখ্যাগরিষ্ঠতার বিজেপি সরকার যে ঔদ্ধত্যের অতীত তৈরি করেছে, সেটা সাম্প্রতিক লোকসভার ফল ঘোষণার পরপরই এমন উধাও হয়ে যেত না| এনডিএ জোটের প্রাথমিক মঞ্চে তেলেগু দেশম পার্টি প্রধান চন্দ্রবাৱু নায়ডুর হাত ধরে নরেন্দ্র মোদির নাছোড় টানাটানির বিরল দৃশ্যও জন্ম নিত না| ৪০০ পারের রূপকথা যে ২৪০-এই মুখ থুবড়ে পড়েছে! এখন ২৭২-এর ম্যাজিক ফিগার মোদি-শাহদের ঠেলে দিয়েছে জোটের বাধ্যবাধকতায়| স্বাভাবিক অঙ্কে বহরে বেড়েছে বিরোধীরা| চোখ রাঙাচ্ছে ইন্ডিয়া ব্লক| বাইরের বিরোধিতা যদি বাদও দিই, তাহলেও শরিকের আবদার সামলানোর দায় নিতেই হবে বিজেপিকে| এবং এরই মধ্যে অন্তর্গত ধাক্কাটাও বড় কম নয়| হিন্দুত্বের মূল চালিকাশক্তি রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ দুর্বল ৫৬ ইঞ্চিকে এবার চাপে তো রাখবেই| সংঘপ্রধান মোহন ভাগবত এরইমধ্যে সেবার সংজ্ঞা দিয়েছেন অহং নাশের শর্ত তলে ধরে| এই আপার হ্যান্ড সুলভ উপদেশ না গিলে আর উপায় নেই নরেন্দ্র মোদির|
শুধু তাই নয়| সংসদীয় রাজনীতির বিন্দুমাত্র অভিজ্ঞতা না থাকা ভাগবত জোট সরকারের কৌশলও বাতলে দিয়েছেন ততীয়বারের প্রধানমন্ত্রীকে| বিরোধী পক্ষ নয়, প্রতিপক্ষ| ইন্ডিয়া ব্লকের প্রতি সদ্য ক্ষমতাসীন শাসকের প্রত্যাশিত দৃষ্টিভঙ্গি স্থির করে দিয়েছেন সংঘপ্রধান|
মোহন ভাগবত মুখ খুলেছেন মণিপুর নিয়েও| দেশের উন্নতি দেশেরই শান্তি সাপেক্ষ বিষয় মনে করিয়ে দিয়েছেন তিনি| দীর্ঘ সময় ধরে সেই জ্বলন্ত ইসু্যকে জিইয়ে রাখা মোহনের সমালোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে|
ভাগবতের এইসব উপদেশ মনে করিয়ে দিচ্ছে সেই আপ্তবাক্য – চিরদিন কাহারও সমান নাহি যায়| নাগপুর থেকে দূরত্ব বাড়িয়েও সরকার চালানোর স্পর্ধা আজ অতীত| ক্ষমতার অলিন্দে জোটের শর্ত – অনিবার‌্য আপোস, নান্য পন্থা নু্যব্জতা|
একদা দোর্দণ্ডপ্রতাপ নরেন্দ্র মোদি কি বাধ্য ছাত্রের মতো সংঘপ্রধানের পরামর্শ মেনে চলবেন? মেনে যে কিছটা চলতেই হবে, তার আভাস মিলেছে এরইমধ্যে| সময়ের সঙ্গে সঙ্গে আরও স্পষ্ট হবে ছবি| তবে মোহনীয় গাইডলাইন দিনকে দিন যে আরও লম্বা হবে, তা নিয়ে অনিশ্চয়তার অবকাশ নেই|

Scroll to Top