৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

মোক্ষের খোঁজে ধনকুবেরও!

High News Digital Desk:

মহাকুম্ভে পুণ্যস্নান এখন ট্রেন্ড| সাধারণ পুণ্যয়ার্থী, সন্ন্যাসীদের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তারকা অভিনেতা ও অভিনেত্রী, শিল্পপতি কাকে দেখা যায়নি ত্রিবেণী সঙ্গমে ডুব দিতে! এবার সেই তালিকায় যুক্ত হলেন
ধনকুবের শিল্পপতি রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানি| অবশ্য একা তিনি একা যাননি, মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি মোক্ষে ডুব দিলেন আম্বানি পরিবার|

এদিন বিশেষ বিমানে প্রয়াগরাজে পৌঁছায় আম্বানি পরিবার| এরপর নিরাপত্তার ঘেরাটোপে ত্রিবেণী সঙ্গমে স্নান করেন তাঁরা| ১৪৪ বছরের মহাকুম্ভে পুণ্যের ডুব দেন মুকেশ, তাঁর মা কোকিলাবেন আম্বানি, দুই ছেলে অনন্ত এবং আকাশ| সঙ্গে ছিলেন আকাশের স্ত্রী শ্লোক মেহতাও| আকাশ-শ্লোকের দুই সন্তান পৃথ্বী ও বেদা| কোকিলাবেনের দুই মেয়েও ছিলেন পারিবারিক এই যাত্রায়| এদিন কড়া নিরাপত্তায় আরিয়াল ঘাটে পৌঁছায় আম্বানি পরিবার| এর পর ত্রিবেণী সঙ্গমে স্নান করেন তাঁরা|
মুকেশ, আকাশ ও অনন্ত সকলের পরনে ছিল দেশীয় পোশাক|

গত মাসে মুকেশের ছোট ভাই অনিল আম্বানি এবং তাঁর অভিনেত্রী টিনা আম্বানি মহাকুম্ভে পুণ্যস্নান করেন| উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি, ৱুধবার মাঘী পূর্ণিমা স্নান| সেই সূত্রে ভিড় বাড়ছে মহাকুম্ভে| যোগী প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামিকাল লক্ষ লক্ষ মানুষ জড়ো হবেন সঙ্গমে| ইতিমধ্যে ভিড় সামলাতে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ|

Scroll to Top