১৯ কার্তিক ১৪৩২ বুধবার ০৫ নভেম্বর ২০২৫
১৯ কার্তিক ১৪৩২ বুধবার ০৫ নভেম্বর ২০২৫

মেদিনীপুর শহরের ব্যস্ত রাস্তা অবরোধ, বিক্ষোভে হকাররা

High News Digital Desk:

মেদিনীপুরে হকার বিক্ষোভ। শহরের প্রাণকেন্দ্র কলেজ-কলেজিয়েট ময়দান রোডের হকারদের মূল রাস্তার পাশ থেকে ডিআই অফিসের গলিতে সরানোর কাজ শুরু করেছে মেদিনীপুর পুরসভা। এবং এরই পরিণামে শুরু হয়েছে হকার বিক্ষোভ। তৃণমূলের দলীয় পতাকা হাতে কলেজ রোড অবরোধ করেন হকাররা। তাঁদের দাবি, ডিআই অফিসের গলিতে নয়, মূল রাস্তার পাশেই, অন্য কোথাও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

মেদিনীপুর পুরসভার পৌরপ্রধান সৌমেন খান জানিয়েছেন, ‘মহকুমা শাসকের দফতরে আলোচনার পরেই, বুধবার হকারদের অন্যত্র সরানোর কাজ শুরু হয়েছিল। মুখ্যমন্ত্রীর নির্দেশ-মতো শহর যানজট-মুক্ত রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু হকারদের একাংশ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে। উচ্চপ্রশাসন সমস্যার উপর নজর রেখেছে।’

মেদিনীপুর সদরের মহকুমা শাসক মধুমিতা মুখোপাধ্যায় বলেন, ‘হকার উচ্ছেদ নয়, হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে। তাতে হঠাৎ কেন সমস্যা তৈরি হল, জানি না। হকারদের সঙ্গে আলোচনা করে এই সমস্যার সুরাহা করবে প্রশাসন।’

Scroll to Top