ওড়িশা উপকূলের কাছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপটি উত্তরে স্থলভাগের দিকে এগিয়ে আসছে। গতকালই তা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এর ফলে বুধবার থেকেই রাজ্যের উপকূলবর্তী জেলা গুলিতে দফায় দফায় বৃষ্টি হচ্ছে। বইছে ঝোড়ো হাওয়াও। বৃহস্পতিবার সকাল থেকেই উপকূলবর্তী জেলাগুলির আকাশ মেঘাচ্ছন্ন। কলকাতা-সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদীয়া ও মুর্শিদাবাদ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকায় আবহাওয়া দফতর কমলা সতর্কতা জারি করেছে।
অন্যদিকে, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিম্নচাপের জেরে ভারী থেকে অতিভারী বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে। আতঙ্কে রয়েছে সুন্দরবনের বাসিন্দারা। দিঘা ও মন্দারমণি-সহ উপকূলে প্রতিকূল আবহাওয়ার কারণে প্রশাসনের তরফে মাইকিং করে সতর্কবার্তা জারি করা হয়েছে। উত্তাল হয়ে উঠছে দীঘার সমুদ্রও।











