৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

মৃত চিকিৎসক তরুণীর স্মরণে মুখ্যমন্ত্রীর নির্দেশ, কী হতে চলেছে আরজি করে?

কলকাতা: তরুণী  চিকিৎসককে নৃশংস ভাবে খুনের প্রতিবাদে উত্তাল কলকাতা। আরজি কর হাসপাতালে ঘটা ঘটনার প্রতিবাদে কলকাতা সহ রাজ্যে বিভিন্ন হাসপাতালে কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। এমন সময় বড় সিদ্ধান্ত নিল নবান্ন।  আরজি কর হাসপাতালে তৈরি হতে চলা নতুন ভবনের একটি ফ্লোরের নামকরণ হবে মৃত তরুণী চিকিৎসকের স্মরণে । নবান্ন সূত্রে খবর, এমনই নির্দেশ এসেছে খোদ মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশেই আরজি কর হাসপাতাল সংলগ্ন সাড়ে ৩ একর জমিতে গড়ে তোলা হবে একটি নতুন ভবন। ওই ভবনের একটি ফ্লোরের নামকরণ হবে মৃত তরুণী চিকিৎসককে স্মরণ করে| মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো মেয়র ফিরহাদ হাকিম, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্যসচিব ও পুলিশ আধিকারিকরা বৈঠক করে এ বিষয়ে একটি রূপরেখা তৈরি করবেন।

তরুণী চিকিৎসকের খুনির উপযুক্ত শাস্তির দাবিতে ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করার দাবিতে কলকাতার রাস্তায় প্রতিবাদ মিছিলে নামেন বিভিন্ন হাসপাতালের চিকিৎসক। মিছিল করে আরজি কর হাসপাতালের সামনে আসতেই পুলিশি বাধার মুখে পড়তে হয় তাঁদের। উত্তাল হয়ে ওঠে আরজি কর হাসপাতাল চত্বর। আন্দোলনকারীদের সঙ্গে খণ্ডযুদ্ধ বেধে যায় পুলিশের। দিনভর রণক্ষেত্রের চেহারা নেয় আরজি কর হাসপাতাল চত্বর। একদিকে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি, অন্যদিকে উত্তপ্ত হাসপাতাল চত্বর। ফলে ভোগান্তির শিকার রোগী ও তাঁদের আত্মীয়রা। হাসপাতালে এসে ফিরে যেতে হচ্ছে অনেককেই।

Scroll to Top