কলকাতা : মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা | তাঁদের তরফে জানানো হয়েছে, ‘স্বাস্থ্য সচিবকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়নি মুখ্যমন্ত্রীর সঙ্গে সোমবারের বৈঠকে| তিনি মৌখিক আশ্বাস দিয়েছিলেন| কিন্তু আমরা সেব্যাপারে কোনও পদক্ষেপ দেখতে পাইনি|’
জুনিয়র চিকিৎসকরা নিরাপত্তা বিষয়েও সুনির্দিষ্ট বক্তব্য তুলে ধরেছেন মঙ্গলবার|
তাঁদের মূল বক্তব্য-
- ‘নিরাপত্তায় ১০০ কোটি টাকা বিনিয়োগের খতিয়ান দিতে পারেনি রাজ্য’
- ‘রোগীস্বার্থ তথা স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত না হলে নিরাপত্তা বাড়িয়ে সুরক্ষা সম্ভব নয়, কেন্দ্রীয় রেফারাল ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে, চুক্তিভিত্তিক নিয়োগ বন্ধ করে পর্যাপ্ত সংখ্যায় স্থায়ী নার্স-স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে হবে’
- ‘হাসপাতালে শয্যা পাওয়া নিয়ে দুর্নীতি, জীবনদায়ী ওষুধ পেতে নিত্যদিন সমস্যা, আমরা দুর্নীতি-জনিত সমস্যার সমাধান চাই’
- ‘রাজ্য স্তরে টাস্ক ফোর্স গঠনের আশ্বাস পেয়েছি, কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স প্রয়োজন’
- ‘কলেজে কলেজে ভয়ের বাতাবরণ, তা প্রতিহত করতে গণতান্ত্রিক পরিসর বাড়াতে হবে’
- ‘রোগী কল্যাণ সমিতি ভাঙার বাস্তবায়ন দেখতে পাইনি’
- ‘সুরক্ষা ও নিরাপত্তার প্রসঙ্গ উঠেছে সুপ্রিম কোর্টে, জুনিয়র চিকিৎসকদের দাবি মান্যতা পেয়েছে’
অর্থাৎ, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে পেশ করা ৫ দফা দাবির মধ্যে মূলত চতুর্থ ও পঞ্চম দাবি নিয়ে আবারও আলোচনা চাইছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা| তাঁরা পরিষ্কার করে দিয়েছেন, ‘আমরা আলোচনা চাই, আমরা কাজে ফিরতে চাই| আমরা চাই অতি দ্রুততার সঙ্গে এই অচলাবস্থা কাটুক|’ পাশাপাশি, সাংবাদিকের প্রশ্নের উত্তরে জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন, ‘বুধবার সরকারের কাছে আমরা দাবিপত্র পাঠাব|’