২১ কার্তিক ১৪৩২ শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫
২১ কার্তিক ১৪৩২ শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫

মুম্বই হামলার চক্রীকে ভারতে পাঠাতে উদ্যোগী আমেরিকা

High News Digital Desk:

মুম্বই হামলার চক্রীকে ভারতে পাঠাতে উদ্যোগী আমেরিকা :

ভারতে প্রত্যর্পণের রায়ে স্থগিতাদেশ চেয়ে মার্কিন আদালতে খারিজ হয়ে গিয়েছে মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর রানার আবদেন| চলতি সপ্তাহেই আবেদন খারিজ হয়ে গিয়েছে পাকিস্তানি বংশোদ্ভূত কানাডাবাসী এই ব্যবসায়ীর| তাই মার্কিন জেলে বন্দি ২৬১১ মুম্বই হামলার এই অভিযুক্তকে ভারতের হাতে তুলে দিতে চলেছে জো বাইডেন সরকার|

প্রসঙ্গত, ২৬১১ মুম্বই হামলার ঘটনায় পাক জঙ্গি সংগঠন লস্করের অন্যতম সদস্য ডেভিড কোলম্যান হেডলি যে যুক্ত, তা জানত তার শৈশবের বন্বু রানা| জানা গিয়েছে, হেডলিকে সাহায্য করেছিল সে| তদন্তকারীদের কাছে রানার জড়িত থাকার কথা স্বীকার করে নেয় হেডলি|
২০০৮ সালের ২৬ নভেম্বর বাণিজ্য নগরী মুম্বইয়ে হামলা চালায় লস্কর-ই-তইবার ১০ জঙ্গি| হামলায় প্রাণ যায় বেশ কয়েকজন বিদেশি সহ বহু মানুষের| ভারতের অভিযোগ ছিল, মুম্বইয়ের এই হামলার পরিকল্পনায় তাহাউর প্রত্যক্ষভাবে জড়িত ছিল| তাহাউরকে হাতে পেতে বছর পনের আগে আমেরিকার কাছে আবেদন জানায় ভারত| তখন তাকে ফেরত দেয়নি মার্কিন সরকার| পরে ভারত-মার্কিন সম্পর্কের উন্নতি হয়| ১৯৯৭ সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয় বন্দি প্রত্যর্পণ চুক্তি| এই চুক্তি মোতাবেক ফের জানানো হয় আবেদন| ২০২০ সালের জুন মাসে দ্বিতীয়বার তাহাউরকে গ্রেফতার করে মার্কিন পুলিশ| তারপর থেকে চলছে বিচার| সম্প্রতি মিলল প্রত্যর্পণের নির্দেশও|
আমেরিকার লস অ্যাঞ্জেলেসের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দি রয়েছেন বছর বাষট্টির তাহাউর| আদালতের নির্দেশের প্রেক্ষিতে রিট অফ হেবিয়াস করপাস ফাইল করে| সেন্ট্রাল ডিস্ট্রিক্ট অফ ক্যালিফর্নিয়ার ইউনাইটেড স্টেটস ডিস্ট্রিক্ট জাজ ডেল এস ফিশার বলেন, একটি ভিন্ন রায়ে আদালত তাহাউর রানার রিট ফর হেবিয়াস করপাসের পিটিশন অস্বীকার করছে| তাই তাহাউরকে ভারতে প্রত্যর্পণে আর কোনও বাধা রইল না বাইডেন সরকারের| সেই কারণেই তাহাউরকে প্রত্যর্পণে উদ্যোগী হয়েছে মার্কিন সরকার|

Scroll to Top