- মুম্বই সিটি এফসি-কে ৩-১ উড়িয়ে ডুরান্ড কাপের সেমি-ফাইনালে পৌঁছে গেল মোহনবাগান সুপার জায়ান্ট
মুম্বই সিটি এফসি-কে ৩-১ উড়িয়ে ডুরান্ড কাপের সেমি-ফাইনালে পৌঁছে গেল মোহনবাগান সুপার জায়ান্ট।যুবভারতী ক্রীড়াঙ্গনে ঐতিহাসিক জয় সবুজ মেরুনের।আইএসএ ও ডুরান্ড মিলিয়ে প্রথমবার মুম্বই সিটিকে হারাল ফেরান্দোর দল। মোহনবাগানের হয়ে তিনটি গোল করেন কামিংস, মনবীর ও আনোয়ার আলি। মুম্বই সিটির হয়ে একটি মাত্র গোল করেন জর্জ পেরেইরা দিয়াস। আগামী ৩১ অগাস্ট সেমিফাইনালে এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগা। ম্যাচের শুরুতেই বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছিল সবুজ মেরুন ব্রিগেডকে। ডার্বি হারের পর সাময়িকভাবে ছন্দ হারালেও ধীরে ধীরে ফের চেনা মেজাজেই ধরা দিচ্ছেন জুয়ান ফেরান্দোর ছাত্ররা। ম্যাচের আগেই মোহনবাগানের ফুটবলারদের অনেকেই বলেছিলেন, মুম্বইকে হারাতে এবার তাঁরা বদ্ধপরিকর। মাঠে নেমে সেই আত্মবিশ্বাসটাই ফুটে উঠল বুমোস-মনবীরদের খেলায়। কামিন্সকে অবৈধ ভাবে আটকানোয় পেনাল্টি দেন রেফারি। স্পট কিক নেন কামিন্সই। ৯ মিনিটে তাঁর পেনাল্টি গোলে ১-০ এগিয়ে যায় মোহনবাগান সুপার জায়ান্ট। মুম্বইয়ের মতো শক্তিশালী দলও পাল্টা আঘাত করবে, প্রত্যাশিত। ২৮ মিনিটেই সমতা ফেরান মুম্বইয়ের আর্জেন্টাইন স্ট্রাইকার পেরেরা দিয়াজ। তবে ৩০ মিনিটে হুগো বুমোসের ক্রস থেকে দুরন্ত হেডে গোল করে ফের মোহনবাগান সুপার জায়ান্টকে এগিয়ে দেন মনবীর। প্রথমার্ধের শেষে ম্যাচের ফল ছিল ২-১। দ্বিতীয়ার্ধে মুম্বইয়ের খেলায় গোল শোধের চেষ্টা খুব একটা দেখা যায়নি। বরং ৬২ মিনিটে আশিক কুরুনিয়ানের ক্রস থেকে মাপা হেডে গোল করে মোহনবাগান সুপার জায়ান্টের জয় নিশ্চিত করেন আনোয়ার আলি। শেষ অবধি ৩-১ ব্যবধানে জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে হুয়ান ফেরান্দোর দল। শেষ চারে তাদের প্রতিপক্ষ এফসি গোয়া।