মুম্বইয়ের হাসপাতালে মৃত্যু হল কোভিড-১৯ আক্রান্ত দুই রোগীর। উভয়েই অবশ্য সঙ্কটজনক অবস্থায় চিকিৎসাধীন ছিল। মুম্বইয়ের কেইএম হাসপাতালে করোনাভাইরাসে সংক্রমিত দুই রোগীর মৃত্যু হয়েছে।
হাসপাতাল সূত্রের খবর, উভয় রোগীরই গুরুতর স্বাস্থ্যগত সমস্যা ছিল। একজন রোগীর মুখের ক্যান্সার ছিল, অন্যজন নেফ্রোটিক সিনড্রোমে ভুগছিলেন। উভয়ের মৃত্যুই কোভিড-১৯-এর কারণে নয়, বরং পূর্ব-বিদ্যমান রোগের কারণে হয়েছে। তবে তাঁর করোনায় সংক্রমিত ছিলেন।