৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

মুখ্যমন্ত্রী বলেন, কোনও প্রমাণ ছাড়াই কথা বলছেন প্রধানমন্ত্রী

High News Digital Desk:

মুখ্যমন্ত্রী বলেন, কোনও প্রমাণ ছাড়াই কথা বলছেন প্রধানমন্ত্রী:

শনিবার বিজেপির কোলাঘাটে পঞ্চায়েতি রাজ সম্মেলনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। সেখানেই রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে যে হিংসার সাক্ষী থেকেছে গোটা দেশ সে কথা বলেন প্রধানমন্ত্রী। ভার্চুয়ালি উপস্থিত থেকে প্রধানমন্ত্রী বলেন, ‘‌নির্বাচনে জয়ের পরও তৃণমূল প্রাণঘাতী হামলা চালিয়ে যাচ্ছে। রক্ত নিয়ে হোলি খেলা শুরু করেছে। যারা নিজেরা ভোট লুঠের অভিযোগ করত, যারা নিজেদের গণতন্ত্রের চ্যাম্পিয়ন বলে দাবি করত, সেই তৃণমূলের লোকেদেরই টিভির পর্দায় ব্যালট বাক্স নিয়ে পালাতে দেখাগিয়েছে। ভোটের নামে প্রহসন হয়েছে। গুন্ডাদের বরাত দেওয়া হয়েছিল বাংলার পঞ্চায়েত নির্বাচনে। লোকসভা নির্বাচনে সেটা হবে না।’‌এ দিন প্রধানমন্ত্রী মোদীর আক্রমণের জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, “কোনও প্রমাণ ছাড়াই কথা বলছেন প্রধানমন্ত্রী। উনি চান, দেশবাসী কষ্টে ভুগুক, মারা যাক, শুধুমাত্র বিজেপির সম্মৃদ্ধি হোক। বিজেপি এই চিন্তাধারা দিয়ে সাধারণ মানুষকে বোকা বানাতে পারবে না।”রাফেল চুক্তি থেকে শুরু করে নোট বাতিল. মণিপুরের চলমান জাতি দাঙ্গায় মহিলাদের ধর্ষণের প্রসঙ্গও তুলে ধরেন বাংলার মুখ্যমন্ত্রী।আবাস যোজনায় দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রীর মোদীর আক্রমণের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, “আপনি দুর্নীতির ইস্যু তুলতে পারেন না, কারণ আপনি নিজে একাধিক ইস্যুতে ঘিরে রয়েছেন। আবাস থেকে শুরু করে রাফাল। এগুলো ভুলে যাবেন না। আপনি কখনও কখনও সাধারণ মানুষকে বোকা বানাতে পারেন, কিন্তু সবসময় বোকা বানাতে পারেন না।’‌

Scroll to Top