২১ কার্তিক ১৪৩২ শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫
২১ কার্তিক ১৪৩২ শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫

মুকেশ পুত্রের বিয়েতে মুখ্যমন্ত্রী, থাকছে রাজনৈতিক কর্মসূচিও

High News Digital Desk:

বিশিষ্ট ভারতীয় ব্যবসায়ী মুকেশ আম্বানির ছেলের বিয়েতে নিমন্ত্রণ রক্ষা করতে মুম্বই উড়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| বৃহস্পতিবার মুম্বইয়ের উড়ান ধরবার আগে নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, সস্ত্রীক মুকেশ আম্বানি ও তাঁদের ছেলে অনন্তের বারবার আমন্ত্রণ সত্ত্বেও ব্যস্ততার কারণে নিমন্ত্রণ রক্ষা অনিশ্চিত হয়ে পড়েছিল| তবে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে মুকেশ আম্বানির একাধিকবার যোগদানকে স্মরণে রেখে শেষ পর্যন্ত বিয়ের অনুষ্ঠানে আতিথ্য গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি|

মনে রাখা দরকার, মুখ্যমন্ত্রীর এই মুম্বই সফর কেবল আম্বানি-পুত্রের বিবাহ অনুষ্ঠানে হাজির হওয়াতেই সীমাবদ্ধ থাকছে না| বিমানবন্দরে দাঁড়িয়ে সাংবাদিকদের মমতা জানিয়েছেন, শুক্রবার বিকেলে উদ্ধব ঠাকরে ও শারদ পাওয়ারের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা রয়েছে তাঁর| দেখা হতে পারে সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবের সঙ্গেও|

বৃহস্পিতাবার, মুম্বই উড়ে যাওয়ার আগে, তাৎপর্যপূর্ণভাবে সংবাদ মাধ্যমের একাংশের বিরুদ্ধে মুখ খোলেন তৃণমূল সুপ্রিমো| তিনি বলেন, ২০২১ সালের একটি পুরোনো ভিডিওকে ভাইরাল করে উপনির্বাচনকে তৃণমূলের বিরুদ্ধে প্রভাবিত করার চেষ্টা হয়েছে| ৭২ ঘণ্টা ধরে এই অপপ্রয়াস করে গিয়েছে সংবাদ মাধ্যমের একাংশ| অভিযোগ মমতার| তাঁর দাবি, ওই ঘটনার সময় অর্জুন সিং ব্যারাকপুরের সাংসদ ছিলেন| ঘটনায় অভিযুক্তরা গ্রেফতার হয়ে এখনও জেলে আছে| পাশাপাশি, রানিবাঁধের ঘটনাকেও অকারণে রাজনৈতিক রং লাগিয়ে ভাইরাল করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর|

উপনির্বাচনের খবর সম্প্রচার নিয়েও সরব হলেন মমতা| তাঁর অভিযোগ, কোনও এক বুথের ঘটনাকে ৪ বিধানসভা কেন্দ্রের সামগ্রিক ছবি হিসেবে তুলে ধরেছে একটি সংবাদ মাধ্যম| উপনির্বাচন মোটের উপর শান্তিপূর্ণ হওয়া সত্ত্বেও বিজেপিকে খুশি করতেই এই কাজ বলে অভিযোগ তৃণমূল নেত্রীর|

আয়কর, ইডি, সিবিআইয়ের হানা থেকে বাঁচতে, বিজেপিকে তুষ্ট করতে গিয়ে, মানুষকে ভুল বোঝানো হচ্ছে| ছড়ানো হচ্ছে অপসংস্কৃতি| এটা বেশি দিন চলতে পারে না| মন্তব্য মমতার| কোনও ঘটনায় তথ্য পরিবেশনের আগে, সংশয় দূর করতে, সংবাদ মাধ্যমকে নবান্ন বা পুলিশের সঙ্গে যোগাযোগ করে তা যাচাই করে নেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি| অন্যথায় দিয়েছেন আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও|

Scroll to Top