‘মিস’ টু ‘মিসেস সমাদ্দার’ স্বর্ণেন্দুর ‘রাঙা বউ’ শ্রুতি :
টালিগঞ্জের জনপ্রিয় ‘লাভ বার্ডস’ হিসাবেই সকলের কাছে পরিচিত ছিলেন শ্রুতি দাস আর স্বর্ণেন্দু সমাদ্দার| ৮ জুলাই চুপিসারে চার হাত এক করে জীবনের রঙিন অধ্যায়ের শুভ সূচনা করলেন এই অন্যতম চর্চিত তারকা জুটি| খাস কলকাতার একটি আভিজাত্য ক্লাবে সাত পাকের বন্ধনে বাঁধা পড়েছেন তারা| বিয়ের কথা ঘুণাক্ষরেও কাউকে টের পেতে দেননি শ্রুতি- স্বর্ণেন্দু| ফেসৱুকে বদলে গেল শ্রুতির প্রোফাইল ছবি| আর তা থেকেই জানা গেল তাদের নতন অধ্যায়ের কথা| স্বর্ণেন্দুর হাতে লাল সিঁদুরে রাঙানো সিঁথির ছবি দিয়েছেন অভিনেত্রী| সঙ্গে দিয়েছেন এক নতুন প্রতিশ্রুতির কথা|
নববধূ শ্রুতি স্বর্ণেন্দুর প্রতি আরও একবার ভালোবাসা জাহির করে লেখেন, ‘কোনও দিনই তোমার বাহ্যিক সৌন্দর্য বা বয়স বা অর্থ প্রতিপত্তি নিয়ে আমার মাথা ব্যথা ছিল না| বরাবর ধরার মতো একটা নরম কিন্তু, শক্ত হাত খুঁজেছি| মাথা রাখার জন্য একটা বাবার মতো ৱুক আর কাঁধ চেয়েছি আর সেটা আমি পেয়েছি|’ মিস টু মিসেস হয়ে সমাদ্দার বাড়ির রাঙা বউ হয়েছেন শ্রুতি| দীর্ঘ দিনের ভালোবাসার সম্পর্ক পরিণতি পেল বিয়েতে| গোলাপ মোড়ানো ওয়েডিং কেকের ছবি দিয়ে সুখবর শেয়ার করতেই ভালোবাসা আর শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সতীর্থ থেকে ভক্তরা|










