৮ পৌষ ১৪৩২ বুধবার ২৪ ডিসেম্বর ২০২৫
৮ পৌষ ১৪৩২ বুধবার ২৪ ডিসেম্বর ২০২৫

মা ক্যান্টিনে রাখি বন্ধন স্পেশাল মেনু

High News Digital Desk:

মা ক্যান্টিনে রাখি বন্ধন স্পেশাল মেনু :-

রাখী বন্ধন উৎসবের দিনে কোচবিহার পৌরসভার উদ্যোগে মা ক্যান্টিনে ছিল স্পেশাল মেনু। মাত্র পাঁচ টাকায় এত রকমের খাবার পেয়ে স্বভাবতই খুশী সকলে। পুরপতি রবীন্দ্রনাথ ঘোষ জানান, আজ উৎসবের দিন, আর পাঁচটা দিনের থেকে আলাদা। তাই রাখী বন্ধন উৎসবের কথা মাথায় রেখে মা ক্যান্টিনেও করা হয়েছে বিশেষ মেনু। এদিন প্লেটে ছিল পেঁপে দিয়ে মুগ ডাল, ভাত, কাতল মাছ, মাথা দিয়ে মুড়ি ঘন্ট, ডিম কাঁচা আমের চাটনি আর লাড্ডু।

২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি মা ক্যান্টিনের সূচনা হয়। এই মিল প্রতি দশ টাকা করে ভর্তুকি দেয় রাজ্য সরকার। প্রতি মিলে নেওয়া হয় পাঁচ টাকা।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাংলায় চালু হয় মাত্র ৫ টাকায় ডাল, ভাত, সব্জি আর একটি ডিম গরিব মানুষের পাতে তুলে দেওয়ার বিশেষ প্রকল্প ‘মা ক্যান্টিন’। মাত্র ৫ টাকায় পেট ভরে ভাত খাওয়া, বর্তমান মূল্যবৃদ্ধির জামানায় যা প্রায় অবিশ্বাস্য। লাগামছাড়া নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধিতে ফুটপাথের হোটেলের খাবারের দামও বেড়েছে। যা সাধারন নিম্ন ও মধ্যবিত্ত মানুষের নাগালের বাইরে। সেই সব মানুষের সুবিধার্থে এই মা ক্যান্টিনে প্রতিদিন ৩০০ লোককে খাওয়ানো হয়। এদিন দেখা গেল খাবার পরিবেশনের সময় চেয়ারম্যান সহ সরকারি আধিকারিকদেরও হাত লাগাতে।

Scroll to Top