৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

মাসের পর মাস যৌন নির্যাতন, গ্রেফতার অভিযুক্ত

প্রতিবেদক :অভিষেক সিংহ

কলকাতা : শহর কলকাতায় ফের যৌন নির্যাতনের শিকার এক মহিলা। ঘটনা পাটুলি রেলওয়ে কলোনির। ওই এলাকার বাসিন্দা অভিযোগকারিণী গত ২ মাস ধরে যৌন নিপীড়নের শিকার। এলাকারই যুবক মহিলাকে এতদিন ধরে যৌন নির্যাতন করেছে বলে অভিযোগ। এর জেরে ওই মহিলা অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ওই মহিলা পাটুলি থানায় অভিযোগ দায়ের করেন। এরপরই পাটুলি থানার পুলিশ ৩৭৬ ও ৫০৬ নম্বর ধারায় মামলা রুজু করে। গ্রেফতার করা হয় অভিযুক্তকে। তাকে বুধবার আদালতে পেশ করা হয়।

নির্যাতিতা ভর্তি বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে। চিকিৎসা চলছে তাঁর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পাটুলির রেলওয়ে কলোনিতে।

Scroll to Top