৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

মালদা জেলায় এই প্রথম শীততাপ নিয়ন্ত্রিত মঙ্গলবাড়ী পুলিশ ফাঁড়ি নবরূপে উদ্বোধন করা হলো।

High News Digital Desk:

মালদা জেলায় এই প্রথম শীততাপ নিয়ন্ত্রিত মঙ্গলবাড়ী পুলিশ ফাঁড়ি নবরূপে উদ্বোধন করা হলো। শুক্রবার পুলিশ দিবস উপলক্ষে পুরাতন মালদা থানার অন্তর্গত এই মঙ্গলবাড়ী পুলিশ ফাঁড়ি নতুনভাবে সাজিয়ে তোলার পর শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। তাঁর সঙ্গে উপস্থিত হয়েছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অমিত কুমার সাউ সহ জেলা পুলিশের পদস্থ কর্তারা। প্রসঙ্গত, পুরাতন মালদার অন্তর্গত মঙ্গলবাড়ী পুলিশ ফাঁড়ির বেহাল পরিকাঠামো এবং দুর্দশা পরিস্থিতি নিয়েই বিভিন্ন মহলে অভিযোগ উঠতে শুরু করেছিল। কোনো অপরাধীকে ধরে আনলেও তাকে রাখার মতো পরিকাঠামো ছিল না বলে অভিযোগ উঠছিল বারবার। সমস্ত দিক খতিয়ে জেলা পুলিশের উদ্যোগে উদ্বোধন করা হয় মঙ্গলবাড়ী পুলিশ ফাঁড়ি।

Scroll to Top