২২ কার্তিক ১৪৩২ রবিবার ০৮ নভেম্বর ২০২৫
২২ কার্তিক ১৪৩২ রবিবার ০৮ নভেম্বর ২০২৫

মার্কিন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিও মেধা টানার প্রতিযোগিতায়

High News Digital Desk:

সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের নিরিখে এক নম্বরে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু ওদেশের কোন শহরের নানা প্রতিষ্ঠান বিদেশি পড়ুয়াদের কাছে স্বর্গের সামিল, জানা আছে?

স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর ইনফরমেশন সিস্টেম (এসইভিআইএস, বা সেভিস)-এর সদ্য প্রকাশিত তথ্যে প্রকাশ, মার্কিন যুক্তরাষ্ট্রে নথিভূক্ত বিদেশি পড়ুয়াদের প্রায় ৯০ শতাংশ এশিয়ার। সংখ্যার হিসাবে ১৪ লক্ষ ৩০ হাজারের মত। ওঁদের ওদেশে সবচেয়ে পছন্দের প্রতিষ্ঠান ক্যালিফোর্নিয়ায়, ২ লক্ষ ৩০ হাজারের মত। এর পরেই নিউ ইয়র্ক— প্রায় ১ লক্ষ ৭০ হাজার।

মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশি পড়ুয়াদের দেওয়া হয় এফ১ ভিসা। ২০২৪-এ এদিক থেকে সবচেয়ে ওপর নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়— ২৫ হাজার ৬১৭। এর পরের তিনটি প্রতিষ্ঠান হল যথাক্রমে নর্থইস্টার্ন ইউনিভার্সিটি (২৪ হাজার ৯৬৮), নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটি (২৪ হাজার ৯৬৮) ও ইউনিভার্সিটি অফ সাদার্ন ক্যালিফোর্নিয়া (২০ হাজার ৫৬২)।

Scroll to Top