কলকাতা: না ফেরার দেশে পাড়ি দিলেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও ব্যান্ড তারকা শাফিন আহমেদ। বৃহস্পতিবার সাকলে যুক্তরাষ্ট্রের এক হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। পরিবার সূত্রে খবর গত ২০ জুলাই শাফিনের কনসার্ট ছিল যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে। শো’য়ের আগে তিনি অসুস্থ হয়ে পড়লে সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে তার। জানা গেছে, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় চিকিৎসাধীন অবস্থাতেই বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ মিনিটে মারা যান শাফিন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শাফিন আহমেদের ভাই হামিন আহমেদ তার মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।শাফিন আহমেদের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল।গত তিনদিন ধরে ছিলেন লাইফ সাপোর্টে। শাফিন আহমেদ বাংলাদেশি সংগীত শিল্পী এবং সুরকার। তিনি ছিলেন মাইলস ব্যান্ডের প্রাণ । ২০১০ সালের ১২ জানুয়ারি ব্যক্তিগত কারণে মাইলস ত্যাগ করেন। রিদম অব লাইফ নামে নতুন একটি ব্যান্ডদল প্রতিষ্ঠা করেন শাফিন । আবারো মাইলসে ফিরে আসেন তিনি। শাফিন আহমেদের আকষ্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা সংগীত জগৎ।
শাফিন আহমেদের জন্ম ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি। শাফিনের মা সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম এবং বাবা সুরকার কমল দাশগুপ্ত। ছোট থেকেই শাফিন উচ্চ সংগীতের তালিম নিয়েছেন বাবার কাছে। নজরুলগীতি শিখেছেন মায়ের কাছে। শাফিন আহমেদের জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে ‘চাঁদ তারা সূর্য’, ‘আর কতকাল’, ‘পাহাড়ি মেয়ে’, ‘জ্বালা জ্বালা’, ‘ফিরিয়ে দাও’, ‘ফিরে এলে না’, ‘আজ জন্মদিন তোমার’ প্রভৃতি।






