নিজস্ব সংবাদদাতা : প্রচার তালিকায় নাম থাকলেও আজ প্রচারে যাচ্ছেন না সায়নী ঘোষ। পূর্ব বর্ধমানে আজ তাঁর প্রচার করার কথা ছিল। শুক্রবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে ১১ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় সায়নী ঘোষকে। একাধিক নথিপত্র পেশ করে স্নায়ু ঠান্ডা রেখে তিনি তদন্তকারীদের সহযোগিতা করেছেন, রাতে ইডি দপ্তর থেকে বেরিয়ে তেমনই দাবি করেছিলেন যুব তৃণমূলের সভানেত্রী। বলেছিলেন, দরকারের ২৪ ঘণ্টা ইডি দপ্তরে থেকেও তদন্তে সহযোগিতা করবেন। বুধবার ফের তাঁকে আরও কিছু নথিপত্র নিয়ে তলব করা হয়েছে। এক সপ্তাহ পর আজ ফের পূর্ব বর্ধমানের কাটোয়াতে দলের হয়ে পঞ্চায়েতের প্রচারে সায়নী ঘোষ নামছেন বলে শোনা গিয়েছিল। কিন্তু শেষমেশ জানা গিয়েছে, সায়নীকে আজ দলের পক্ষ থেকে কর্মসূচি দেওয়া হলেও, আজকের কর্মসূচিতে তিনি যাচ্ছেন না। সায়নী দলকে জানিয়েছেন যে, তাঁর মা হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন। সেই কারণেই তিনি আজ যেতে পারছেন না। তবে আগামী ৬ তারিখ আরও একটি প্রচার কর্মসূচি রয়েছে, সেখানে সায়নী অংশ নেবেন।শুক্রবার ইডির জিজ্ঞাসাবাদের পর শনিবার ও রবিবারও তৃণমূলের ভোট প্রচারে ছিলেন না সায়নী। ছিলেন না ইডির জিজ্ঞাসাবাদের আগের দুদিনও। ইডি তলবের জেরে মাঝে পঞ্চায়েত ভোটের প্রচার তালিকার বাইরে রাখা হয়েছিল।
