রাজর্ষি দে পরিচালিত নতুন ছবি মায়া-র সংবর্ধনা অনুষ্ঠান হয়ে গেল শনিবার| দক্ষিণ কলকাতার এক সুদৃশ্য ক্যাফেতে আয়োজন করা হয়েছিল এই ইভেন্টটি| অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক রাজর্ষি দে, অভিনেতা কমলেশ্বর মুখোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, রিচা শর্মা, রণিতা দাস, ঈশান মজুমদার সহ ছবির অন্যান্য কলাকুশলীরা| উইলিয়াম শেক্সপিয়রের বিখ্যাত উপন্যাস ম্যাকবেথ এর অনুকরণে তৈরি এই ছবিটি মুক্তি পেতে চলেছে ৭ই জুলাই|
