৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

মামলার গেরোয় আর না, টেটের ফল সামনে আনার আগে সতর্ক পর্ষদ

কলকাতা: টেট (TET) পরীক্ষায় প্রশ্ন ও উত্তর ভুল নিয়ে নাজেহাল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আদালতের রয়েছে মামলাও। ২০১৭ এবং ২০২২ সালের প্রাথমিকে প্রশ্ন ভুল মামলায় তিন সদস্যের বিশেষ কমিটি গড়ে দিয়েছে হাইকোর্ট। ২০২৩ সালের ডিসেম্বরে প্রাথমিকে যে টেট পরীক্ষা হয়েছিল, তার ফল এখনও প্রকাশ করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ। পরীক্ষার ফল প্রকাশের আগে বিশেষজ্ঞদের মতামত নিচ্ছে পর্ষদ।

বিশেষজ্ঞদের মতামতের পরই ২০২৩ এর টেটের উত্তরপত্র প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। বারবার প্রশ্ন ও উত্তর ভুলে বিতর্কের মুখে পড়তে হয়েছে পর্ষদকে। আদালতে মামলা হলে পরে চাকরিও দিতে হয় পর্ষদকে। তাই এবার একটু সাবধানী পদক্ষেপ তাদের। সূত্রের খবর, বিষয় ধরে-ধরে প্রশ্ন ও উত্তর যাচাই করা হচ্ছে বারবার। শোনা হচ্ছে বিশেষজ্ঞদের মতামত। শুধু রাজ্য নয়, রাজ্যের বাইরের বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের মতামতও গ্রহণ করা হচ্ছে।

প্রশ্ন ভুল ও উত্তর ভুল মামলায় একাধিকবার আদালতে সমালোচিত হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবার আদালতে যাতে ফের মামলা না হয়, সে কারণে বিষয়-ভিত্তিক প্রশ্ন ও উত্তর নিখুঁত ভাবে মূল্যায়ন চলছে। তা শেষ হলে, দ্রুত ২৩-এর টেটের ফল প্রকাশ করা হবে।

Scroll to Top