২১ কার্তিক ১৪৩২ শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫
২১ কার্তিক ১৪৩২ শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫

মানিকতলায় ভুয়ো ভোটার, বাগদায় বিজেপি প্রার্থীকে তাড়া

High News Digital Desk:

 

হাতেনাতে ধরা পড়ল ভয়ো ভোটার| মানিকতলায় ক্যামেরার সামনেই ধরা পড়ল সেই ছবি| এমনকি সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে অভিযুক্ত দাবি করল, স্থানীয় তণমূল তাকে পাঠিয়েছিল ভয়ো ভোট দিতে| ক্যামেরায় ধরা পড়ল, তার হাতে ভয়ো ভোটার স্লিপ| শৌভিক দাস নামে এক ব্যক্তির আধার কার্ড নিয়ে ভোট কেন্দ্রে ঢকেছিল ওই যুবক| অভিযুক্ত যুবকের নাম অভিজিত্ দাস|
মানিকতলা কেন্দ্রের খোদ তণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে যে স্কুলে ভোট দেন, সেই ভবতারণ সরকার বিদ্যালয়ের ৱুথেই এমন কাণ্ড| এই কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে| তিনি ৱুধবার বিভিন্ন ৱুথে ভোট পরিদর্শনে বেরোন| কোথাও কোথাও তাঁকে ঘিরে ধরে তণমূল কর্মী সমর্থকরা| দেওয়া হয় গো ব্যাক স্লোগানও| গোটা মানিকতলা জুড়ে ছাপ্পা ভোট পড়েছে বলে অভিযোগ করেন কল্যাণ|
যদিও তাঁর অভিযোগ উড়িয়ে দিয়েছেন তণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে| তবে তণমূল প্রার্থী যাই বলুন, ভবতারণ সরকার বিদ্যালয়ের ঘটনা কল্যাণ চৌবের অভিযোগকেই সামনে নিয়ে এলো| বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্পষ্ট অভিযোগ করেছেন, তণমূল উপনির্বাচনকেও সন্ত্রাসের মুখে ফেলল|
বাগদাতেও ভোটগ্রহণ ঘিরে উত্তেজনা ছড়ায়| সেখানে বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস বিভিন্ন ৱুথে ঘুরে পরিস্থিতির দিকে নজর রাখছিলেন| তিনিও তণমূলের বিরুদ্ধে ভোটে কারচপির অভিযোগ আনেন| বাগদার এক ভোটকেন্দ্র পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ প্রকাশ করতে যান| ঠিক তখনই উপস্থিত তণমূল কর্মীসমর্থকরা প্রথমে তাঁকে ঘিরে ধরে| পরে তাড়া করে| বিজেপি প্রার্থী গাড়িতে উঠে যাওয়ার পরও থামেনি বিক্ষোভ| গাড়িতে হামলা হয়| আক্রান্ত হয় সংবাদ মাধ্যমও| তণমূল কর্মীসমর্থক হিসেবে নিজেদের পরিচয় দিয়ে বিক্ষুব্ধরা জানায়, শান্তিপূর্ণ অবাধ নির্বাচনে অশান্তির প্ররোচনা দিচ্ছিলেন বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস|
সব মিলিয়ে ৱুধবার উপনির্বাচনের যে ছবি সামনে এলো, তাতে স্বস্তির বিশেষ জায়গা নেই| সর্বত্রই মূলত রাজ্যের শাসক দলের বিরুদ্ধে অভিযোগ|

Scroll to Top