৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

মাধ্যমিকে প্রথম রায়গঞ্জের অদৃত; প্রথম দশে ৬৬ জন, পাশের হারে ৩-এ কলকাতা

High News Digital Desk:

প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল। মধ্যশিক্ষা পর্ষদের তরফে শুক্রবার সকাল ৯টা নাগাদ সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে ফল ঘোষণা করা হয়। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় মাধ্যমিকের ফল ঘোষণা করেন। তাঁর সঙ্গে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন পর্ষদ সচিব।

মাধ্যমিকে পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর। তার পর যথাক্রমে কালিম্পং, কলকাতা এবং পশ্চিম মেদিনীপুর রয়েছে। গত বারের তুলনায় পাশের হার সামান্য বেড়েছে। এ বছর মাধ্যমিকে পাশের হার ৮৬.৫৬ শতাংশ। গত বার ছিল ৮৬.৩১ শতাংশ। পর্ষদ সভাপতি জানিয়েছেন, এ বছর মাধ্যমে প্রথম দশে আছে ৬৬ জন। তবে প্রথম হয়েছে এক জনই। প্রথম হয়েছে রায়গঞ্জের অদৃত সরকার। সে পেয়েছে ৬৯৬। এ বছর মাধ্যমিকে দ্বিতীয় স্থানে আছে দু’জন। মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের অনুভব বিশ্বাস (৬৯৪) এবং বাঁকুড়া বিষ্ণুপুর হাইস্কুলের সৌম্য পাল (৬৯৪)।

উল্লেখ্য, চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ১০ ফেব্রুয়ারি, শেষ হয় ২২ ফেব্রুয়ারি। মোট ৬৯ দিনের মাথায় ফল প্রকাশ করা হল। এ বারের পরীক্ষা ২,৬৮৩ কেন্দ্রে নেওয়া হয়েছিল। ৪২৩ জন কাস্টোডিয়ান প্রশ্নপত্রের দায়িত্বে ছিলেন।

Scroll to Top