৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

মাঠে ফিরেই মেসি ম্যাজিক জোড়া গোল করে বিশ্বকাপের যোগ্যতা নির্ধারণী পর্বে পেরুকে ২-০ গোলে হারাল বিশ্ব চ্যাম্পিয়নরা

High News Digital Desk:
  • মাঠে ফিরেই মেসি ম্যাজিক জোড়া গোল করে বিশ্বকাপের যোগ্যতা নির্ধারণী পর্বে পেরুকে ২-০ গোলে হারাল বিশ্ব চ্যাম্পিয়নরা

মাঠে ফিরেই মেসি ম্যাজিক। জোড়া গোল করে বিশ্বকাপের যোগ্যতা নির্ধারণী পর্বে পেরুকে ২-০ গোলে হারাল বিশ্ব চ্যাম্পিয়নরা। মেসির একটি গোল বাতিল না হলে ম্যাচে হ্যাটট্রিকও পেতে যেতে পারতেন তিনি। এখনও পর্যন্ত ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে একটি ম্যাচও হারেনি আর্জেন্টিনা। জয়ের ধারা বজায় রাখার পাশাপাশি শীর্ষস্থানও ধরে রাখল লিওনেল স্কালোনির টিম। ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলে শীর্ষে রয়েছে মেসিরা। গ্রুপের বাকি চারটি দলের মধ্যে শুধু আর্জেন্টিনাই এখনও পর্যন্ত নিজেদের সব ম্যাচ জিততে পেরেছে। পাঁচ দিন আগে প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার ১-০ গোলের জয় পেয়েছিল। সেই ম্যাচে পুরো ফিট ছিলেন না মেসি। ৫৩ মিনিটে পরিবর্ত হিসাবে মাঠে নেমেছিলেন তিনি। আজ লাউতারো মার্তিনেজের জায়গায় তাঁকে অধিনায়ক হিসাবে একাদশে ফিরিয়ে আনা হয়। ৪২ মিনিটের মধ্যে জোড়া গোল করে ম্যাচের ভাগ্য ঠিক করে দেন ‘কিং’ লিও। ৩২ মিনিটে এনজো ফার্নান্দেজের পাস ধরে মেসিকে বাড়ান নিকো গঞ্জালেসক। বাঁ পায়ের নিখুঁত টাচে বল জালে জড়াতে কোনও ভুল করেননি মেসি। এই গোলের সৌজন্য মেসি ভেঙে দেন তাঁর বন্ধু ও প্রাক্তন সতীর্থ উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজের রেকর্ড। এতদিন লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে যুগ্মভাবে সর্বোচ্চ গোলদাতা ছিলেন সুয়ারেজ এবং মেসি। প্রথম গোলটি করে সুয়ারজকে টপকে যান মেসি। ম্যাচে ২ গোল করে তাঁর গোলসংখ্যা এখন ৩১।

Scroll to Top