নতন ইতিহাসের পথে ভারত| লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হলো মহিলা সংরক্ষণ বিল| বৃহস্পতিবার রাত ১০ টা নাগাদ ভোটে পাশ হলো মহিলা সংরক্ষিত বিল| রাজ্যসভার ২৪৫ জন সাংসদদের মধ্যে ২১৫ জন বিলের পক্ষে ভোট দেন| বিলের বিপক্ষে একটি ভোটও পড়েনি| লোকসভা ও বিভিন্ন রাজ্যের বিধানসভায় মহিলাদের জন্য এক ততীয়াংশ আসন সংরক্ষণের কথা বলেছে এই মহিলা সংরক্ষণ বিল| যা লোকসভার পাশ হওয়ার পরও পাশ হয়ে গিয়েছে রাজ্যসভাতে| জানা যায়, মহিলা সংরক্ষণের পোশাকি নাম নারী শক্তির বন্দন অধনয়ম| সেই বিল পাশ হতে হতেই সংসদে দেখা গেল খুশীর ছবি| উল্লেখ্য, এই বিল পাশ হতে হতেই এবার সংসদদের লোকসভা ও বিধানসভার ৩৩ শতাংশ মহিলা আসন সংরক্ষিত হতে চলেছে| বহু দশক ধরে এই বিল নিয়ে কথা চলছে| এরপর সদ্য এই বিল সংসদদের দুই কক্ষে বিপুল সমর্থন নিয়ে পাশ হয়েছে| এই বিল কেবল রাস্ট্রপতির অনুমোদনের অপেক্ষা| নরেন্দ্র মোদীর মতে, এই বিল দেশের জনগণের মধ্যে এক নতন আত্মবিশ্বাস জাগ্রত করবে বলে জানিয়েছে| মহিলা সংরক্ষণ বিলকে স্বাগত জানানোর জন্য সকল সাংসদ ও বিরোধীদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, মহিলা সংরক্ষণ বিলে সকল সাংসদ প্রথমেই সমর্থন করবে বলে জানিয়েছে| এর জন্য আমি সকলকে অভিনন্দন জানাচ্ছি| এই বিল পাশ হওয়ার মাধ্যমে নারীশক্তি এক বিশেষ সম্মানে সম্মানিত হলো| রাতে উচ্ছাসে আনন্দে গা ভাসালেন সংসদে উপস্থিত মহিলা সাংসদরা| চলল উদযাপনের পালা রাতভর| একে অপরকে মিস্টি খাইয়ে চললো উদযাপন| প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘিরেও চললো উদযাপনের পালা|
