২ কার্তিক ১৪৩২ সোমবার ১৯ অক্টোবর ২০২৫
২ কার্তিক ১৪৩২ সোমবার ১৯ অক্টোবর ২০২৫

মহিলা পুলিশ আধিকারিককে নিগ্রহের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

High News Digital Desk:

কলকাতা : মহিলা আধিকারিকের সঙ্গে খারাপ আচরণ| নিগ্রহের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে| হুগলির রাস্তায় প্রকাশ্য ঘটনা|

এক মহিলা পুলিশ অফিসারের সঙ্গে খারাপ আচরণ করার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে| হুগলির গোঘাট থানার মহিলা পুলিশ অফিসারকে নিগ্রহের অভিযোগ| ঘটনায় গোঘাট থানায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে অভিযুক্ত তৃণমূল নেতা সঞ্জয় খানের বিরুদ্ধে| পুলিশের কাজে বাধা, মহিলা পুলিশ অফিসারের শ্লীলতাহানি, অশালীন অপমান-সূচক কথা সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে গোঘাট থানার পুলিশ| যদিও এখনও পর‌্যন্ত অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়নি|

কিছদিন আগে এক মহিলা বন আধিকারিকের সঙ্গে খারাপ আচরণ করেছিলেন কারামন্ত্রী অখিল গিরি| তার জেরে নিজের পদ খোয়াতে হয়েছে অখিল গিরিকে| সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আরেক ঘটনা| এবারও অভিযুক্ত তণমূল| মন্ত্রীর পরিবর্তে নেতা, এটকুই যা ফারাক!

Scroll to Top