মহিলা টয়লেটের সামনে সিসিটিভি! অস্বস্তিতে অধ্যাপিকা সহ ছাত্রীরা :-
একদিকে যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি লাগানো নিয়ে উত্তাল পরিস্থিতি| তখন মহিলা প্রফেসর ও ছাত্রীদের টয়লেটের সামনে সিসিটিভি লাগানোর অভিযোগ উঠল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে| মানসিক নির্যাতনের শিকার অধ্যাপক ও অধ্যাপিকারা| চোখের জলে জীবন বাঁচানোর জন্য হাতজোড় করে আকুল আবেদন অধ্যাপকদের| শিক্ষামন্ত্রীর কাছেও চিঠি পাঠিয়েছেন তাঁরা অধ্যক্ষের বিরুদ্ধে| হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অধ্যাপিকারা| এমনই অভিযোগ সামনে এল বসিরহাটের স্বরূপনগর কলেজের বিরুদ্ধে| অধ্যক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিলেন ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অধ্যাপক-অধ্যাপিকারা| বসিরহাটের স্বরূপনগর ব্লকের শহীদ নুরুল ইসলাম কলেজের অধ্যক্ষ ডঃ আফসার আলীর বিরুদ্ধে কুরিচিকর মন্তব্য সহ একাধিক অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন ১৯ জন অধ্যাপক-অধ্যাপিকা| তাদের দাবি, ২০১৮ সালে অধ্যক্ষ এই কলেজে দায়িত্ব নেওয়ার পর থেকেই রীতিমতো মানসিক নির্যাতন চালাচ্ছেন অধ্যক্ষ| বিগত ৫ বছর ধরে ৩০টি সিসিটিভি ক্যামেরা বসানো রয়েছে কলেজে| কিন্তু সপ্তাহ দুয়েক আগে কলেজের মহিলা টয়লেটের দরজার ঠিক বাইরে একটি সিসিটিভি লাগানো হয়| পাশাপাশি ছাত্রীদের যেখানে টয়লেটের দরজা রয়েছে তার বাইরেও একটি সিসিটিভি লাগানো হয়েছে অধ্যক্ষের নির্দেশে| যার জেরে মহিলা অধ্যাপিকা ও ছাত্রীদের শালীনতা খর্ব হচ্ছে বলে অভিযোগ| এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন কলেজের ছাত্র-ছাত্রীরাও| কলেজের অধ্যাপকরা ইতিমধ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে অভিযোগের চিঠি দিয়েছেন| তবে কলেজের অধ্যক্ষকে এই বিষয়ে ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি|