কলকাতা : আরজি কর কাণ্ডের প্রতিবাদে আজ, ৩১ আগষ্ট, দুপুর ১২টা থেকে বাইক মিছিল করল কলকাতা অ্যাপ ক্যাব অপারেটর আন্ড ড্রাইভারস ইউনিয়ন। লেকটাউন ঘড়ি মোড় থেকে শুরু হয়ে ফুলবাগানের নেতাজি মূর্তি পর্যন্ত মিছিল হয়।
গাড়িতে সিআইটিইউয়ের পতাকার পাশাপাশি ‘জাস্টিস ফর আরজি কর’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘দাবি এক, দফা এক, পুলিশমন্ত্রী-স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ’ স্লোগান লেখা স্টিকার-ব্যানারও ছিল। স্লোগানে স্লোগানে মিছিল উত্তাল হয়। কমপক্ষে ১৫০টি বাইক ট্যাক্সি এই মিছিলে অংশগ্রহণ করে।
মিছিলের শেষে বক্তব্য রাখেন ইউনিয়ন নেতা নিখিল মাইতি, সহ সম্পাদক সোহাগ খান, সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ।
ইউনিয়নের তরফে অভিযোগ করা হয়, রাজ্য সরকার মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ। রাজ্য সরকার রাতে মহিলাদের কাজ না করার যে সার্কুলার দিয়েছে, তার প্রতিবাদও করা হয়। বাইক মিছিলে অংশগ্রহণকারীদের বক্তব্য, ‘রাতেই তো ডেলিভারি ওয়ার্কাররা বেশি কাজ করেন। আমাদের মধ্যেও অনেক মহিলা ডেলিভারি ওয়ার্কার আছেন। তাঁরাও নিরাপদে কাজ করতে চান। রাতে তাঁরা কাজ করবেন না?’
মিছিলের শেষে এটাও ঘোষণা করা হয়, ইউনিয়নের পক্ষ থেকে এই ধরনের প্রতিবাদ কর্মসূচি আগামী দিনেও হবে।