৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

মহানগরী কলকাতায় তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখীই, সোমবারও শীতের আমেজ উধাও

High News Digital Desk:

বসন্ত পঞ্চমীর পুণ্যলগ্নে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে আস্থার ডুব দিয়েছেন লক্ষ লক্ষ পুণ্যার্থী। সোমবার ভোররাত থেকে সকাল ৮টা পর্যন্ত ৬২.২৫ লক্ষের বেশি ভক্ত পুণ্যস্নান করেছেন। সাধু-সন্ত, দেশ-বিদেশ থেকে আগত ভক্তরা ত্রিবেণী সঙ্গমে আস্থার ডুব দিয়েছেন। পুণ্যস্নানরত অবস্থায় হেলিকপ্টার থেকে ভক্তদের ওপর পুষ্পবর্ষণ করা হয়। উত্তর প্রদেশ তথ্য দফতর জানিয়েছে, ২ ফেব্রুয়ারি পর্যন্ত ৩৪.৯৭ কোটির বেশি ভক্ত পুণ্যস্নান করেছেন।

গত ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ ২০২৫, মহাকুম্ভ মেলা চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বসন্ত পঞ্চমীতে সোমবারের স্নান ছিল তৃতীয় অমৃত স্নান। ‘অমৃত স্নান’ উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। ডিআইজি মহাকুম্ভ বৈভব কৃষ্ণ বলেছেন, “ব্যবস্থাপনা খুব সুন্দর এবং আমাদের ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা ভালভাবে রয়েছে। সমস্ত আখড়ার স্নান সফলভাবে শেষ হয়েছে। মহানির্বাণী আখড়া, নিরঞ্জনী আখড়া, এবং জুনা আখড়া সফলভাবে নিজেদের স্নান সম্পন্ন করেছে।”

প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় পুণ্যার্থীদের ভিড় প্রতিদিনই উত্তরোত্তর বাড়ছে। ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নানের পরই অযোধ্যা যাচ্ছেন পুণ্যার্থীরা, সঙ্গমে পুণ্যস্নানের পর অযোধ্যায় রামমন্দিরও দর্শন করছেন। সোমবার বসন্ত পঞ্চমী উপলক্ষ্যে রামমন্দির চত্বরে ব্যাপক ভিড় দেখা গেল পুণ্যার্থীদের। সঙ্গমে পুণ্যস্নান করেই বহু পুণ্যার্থী রওনা দেন অযোধ্যার উদ্দেশ্যে।

Scroll to Top