৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

মহাকুম্ভে ঘটল পদপিষ্টের ঘটনা| অনেকের মৃতু্যর আশঙ্কা|

High News Digital Desk:

মহাকুম্ভে ঘটল পদপিষ্টের ঘটনা| মৌনী অমাবস্যায় শাহি স্নান করার হুড়োহুড়ি গঙ্গা, যমুনা এবং অন্তঃসলিলা সরস্বতী- তিন নদীর সঙ্গমে| তাতেই ঘটল বিপত্তি| ৱুধবার ত্রিবেণী সঙ্গমে স্নান করতে গিয়ে পদপিষ্টের ঘটনায় অনেকের মৃতু্যর আশঙ্কা করা হচ্ছে| আহত আরও অনেক পুণ্যার্থী| র‌্যাফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে প্রশাসন| মৌনী অমাবস্যা উপলক্ষে কোটি কোটি মানুষের ভিড় হয়েছিল প্রয়াগরাজে| ৱুধবার ত্রিবেণী সঙ্গমে অমৃত স্নান করতে জড়ো হয়েছিলেন পুণ্যার্থীরা| জানা যায়, অতিরিক্ত ভিড়ের কারণেই পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়| আচমকা ধাক্কাধাক্কি শুরু হওয়ায় ভিড়ের মধ্যে আটকে পড়েন অনেকে| দুর্ঘটনার পর পরই উদ্ধারকাজ শুরু হয়| আহতদের উদ্ধার করে মেলাপ্রাঙ্গণেরই হাসপাতালে আনা হয়| মেলাপ্রাঙ্গণের প্রশাসনিক আধিকারিকেরা জানিয়েছেন, অনেককেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়| ত্রিবেণী সঙ্গমে মৌনী অমাবস্যায় স্নান করতে দূরদূরান্ত থেকে পুণ্যার্থীরা ভিড় করেছিলেন মহাকুম্ভে| মঙ্গলবার সকাল থেকেই প্রয়াগরাজে ভিড় বাড়তে থাকে| প্রশাসনের তরফে বার বার ঘোষণা করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়| জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে অতিরিক্ত ভিড়ের চাপে মেলাপ্রাঙ্গণের অনেক ব্যারিকেড ভেঙে একে একে মাটিতে পড়ে যান অনেকে| আর সেই ভিড়ের নীচে চাপা পড়ে যান অনেক পুণ্যার্থী|
মহাকুম্ভ উপলক্ষে প্রয়াগরাজে এই মুহূর্তে লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড়| বিস্তীর্ণ মেলাপ্রাঙ্গণকে বেশ কয়েকটি অঞ্চলে ভাগ করে নজরদারি চালাচ্ছে প্রশাসন| জরুরি পরিস্থিতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও করে রাখা হয়েছে| পুলিশের পাশাপাশি সর্বক্ষণ মোতায়েন রয়েছেন দমকলকর্মীরা| অগ্নিকাণ্ডের পর পদপিষ্টের ঘটনা- কুম্ভমেলার নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে|

Scroll to Top