নয়াদিল্লি : শিমলায় ছড়াচ্ছে অস্থিরতা| অভিযোগ উঠেছে হিমাচল প্রদেশের এক মসজিদকে ঘিরে| পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক| যেকোনও সময় তীব্র আকার ধারণ করতে পারে সংঘাত|
সানজৌলিতে এক মসজিদের বিরুদ্ধে তোলা হয়েছে অবৈধ নির্মাণের অভিযোগ| দিন কয়েক ধরেই সেখানে এই নিয়ে ছড়িয়েছে বাকবিতণ্ডা| তারই পরিণামে ঢালি টানেল ইস্ট পোর্টালে শুরু হয় প্রতিবাদ ও বিক্ষোভ| পরিস্থিতি সামাল দিতে সক্রিয় হয়ে ওঠে প্রশাসন| বিক্ষোভকারীরা যাতে বেশি দূর এগোতে না পারেন, তার জন্য ব্যারিকেড দেয় পুলিশ|
পুলিশের বাধা পেয়ে আরও মরিয়া হয়ে ওঠেন বিক্ষোভকারীরা| বহু সংখ্যক মানুষের ঠেলাঠেলিতে বেধে যায় তুলকালাম| চেষ্টা হয় ব্যারিকেড ভাঙার| শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও যেকোনও সময় ফের ছড়াতে পারে উত্তেজনা|






