দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় ট্রাকের চাকায় পিষে মৃত্যু হল ৩ বছরের এক শিশুকন্যার। শুক্রবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কুলগাম জেলার ফ্রিসালের পীরবল গ্রামের কাছে। মৃত শিশুকন্যার নাম – ফ্রিসালের বাসিন্দা জুনাইদ আহমেদ সোফির মেয়ে জয়নব জুনাইদ (৩), সে ঘটনাস্থলেই মারা যায়। ঘাতক ট্রাকটির নম্বর প্রকাশ্যে এনেছে পুলিশ। ওই ট্রাকটির নম্বর হল – জেকে ০৫ এবি-৯৮৭৬। শিশুটির মৃত্যুতে শোকে ভেঙে পড়েছে তাঁর পরিবারের সদস্যরা।
