৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫

মরিশাস ভারতের গুরুত্বপূর্ণ অংশীদার : প্রধানমন্ত্রী

High News Digital Desk:

মরিশাস ভারতের গুরুত্বপূর্ণ অংশীদার। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার পোর্ট লুইসে মরিশাসের প্রধানমন্ত্রী ডাঃ নবীন রামগুলামের সঙ্গে যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “গ্লোবাল সাউথ, ভারত মহাসাগর, অথবা আফ্রিকা মহাদেশ হোক মরিশাস আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার। ১০ বছর আগে, মরিশাসে ‘ভিশন সাগর’ – ‘অঞ্চলের সকলের জন্য নিরাপত্তা এবং প্রবৃদ্ধি’ – এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। আমরা এই সমগ্র অঞ্চলের স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য সাগর ভিশন নিয়ে এসেছি। গ্লোবাল সাউথের জন্য আমাদের ভিশন হবে – মহাসাগর – অঞ্চল জুড়ে নিরাপত্তা এবং প্রবৃদ্ধির জন্য পারস্পরিক এবং সামগ্রিক অগ্রগতি।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “প্রধানমন্ত্রী নবীন চন্দ্র রামগুলাম এবং আমি ভারত-মরিশাস অংশীদারিত্বকে ‘বর্ধিত কৌশলগত অংশীদারিত্ব’র মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি, মরিশাসে নতুন সংসদ ভবন নির্মাণে সহযোগিতা করবে ভারত। এটি গণতন্ত্রের জননীর কাছ থেকে মরিশাসের জন্য একটি উপহার হবে।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে, আমি মরিশাসের জনগণকে তাঁদের জাতীয় দিবসে অভিনন্দন জানাই। এটা আমার সৌভাগ্য যে, আমি আবারও মরিশাসের জাতীয় দিবসে এখানে উপস্থিত থাকার সুযোগ পেয়েছি

Scroll to Top