৪ কার্তিক ১৪৩২ বুধবার ২১ অক্টোবর ২০২৫
৪ কার্তিক ১৪৩২ বুধবার ২১ অক্টোবর ২০২৫

ময়লা ফেলাকে কেন্দ্র করে চলল গুলি|

High News Digital Desk:

ময়লা ফেলাকে কেন্দ্র করে চলল গুলি| নোংরা কোথায় ফেলবেন,তা নিয়ে তর্কাতর্কি, অশান্তি| অভিযুক্ত সৌমিত মন্ডলকে রাস্তার উপর ময়লা ফেলতে বাধা দেওয়া হলে ২ রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ| একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়| অন্যটি ব্ল্যাঙ্ক ফায়ার হয়|
মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ কলকাতার কসবা এলাকার বৈকুণ্ঠপুরের ঘটনা| স্থানীয়দের অভিযোগ,সেখানকার একটি ফ্ল্যাটের বাসিন্দা আবর্জনা ফেলা নিয়ে হঠাত্ চিত্কার চেঁচামেচি শুরু করেন| স্থানীয়দের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন ওই বাসিন্দা| নোংরা ফেলার প্রতিবাদে রাগের বশে বন্দুক থেকে গুলি চালাতে শুরু করেন তিনি| অভিযোগ, রাস্তার ওপর নিয়মিত নোংরা ফেলেন ফ্ল্যাটের ওই বাসিন্দা| তা নিয়ে প্রতিবাদ করলে স্থানীয় ক্লাবের সদস্যদের লক্ষ্য করে পর পর দুবার গুলি চালান তিনি| দাবি স্থানীয়দের| তবে ঘটনায় হতাহতের খবর নেই| তবে ৱুধবার সকালে অভিযুক্তকে আটক করেছে কসবা থানার পুলিস|

Scroll to Top