২১ কার্তিক ১৪৩২ শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫
২১ কার্তিক ১৪৩২ শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫

মমতার সর্বদা উচিত কংগ্রেসের সঙ্গে আলোচনা করা : সঞ্জয় রাউত

High News Digital Desk:

পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে একাই লড়ার সিদ্ধান্তে অনড় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমতাবস্থায় শিবসেনার উদ্ধব ঠাকরে শিবিরের নেতা সঞ্জয় রাউত বললেন, কংগ্রেস ইন্ডি জোটের সবচেয়ে বড় অংশ, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বদা উচিত কংগ্রেসের সঙ্গে আলোচনা করা।

মঙ্গলবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে সঞ্জয় রাউত বলেছেন, “লোকসভা হোক অথবা বিধানসভা নির্বাচন, মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা একাই লড়েছেন। কংগ্রেস ইন্ডি জোটের একটি বড় অংশ ও তাঁর সবসময় কংগ্রেসের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া উচিত।”

বিজেপির বিরুদ্ধে ঘোড়া কেনাবেচার অভিযোগ এনেছে আম আদমি পার্টি, এই অভিযোগের তদন্ত করবে এসিবি। এ প্রসঙ্গে সঞ্জয় রাউত বলেছেন, “তাঁরা সবেমাত্র নির্বাচনে জিতেছে। তদন্তও শুরু হয়েছে। নির্বাচনে টাকা বড় ভূমিকা রাখে। আমরা মহারাষ্ট্রে দেখেছি, দিল্লিতেও নিশ্চয়ই ঘটেছে।”

Scroll to Top