কলকাতা : আর জি কর কাণ্ডের প্রতিবাদে এবং মঙ্গলবার ছাত্র সমাজ-এর নবান্ন অভিযান কর্মসূচিতে পুলিশি সন্ত্রাস-এর অভিযোগ তুলে বুধবার বাংলায় বনধ পালন করল বিজেপি| সকাল থেকেই কলকাতা থেকে জেলায় জেলায় বনধ ঘিরে বিক্ষিপ্ত অশান্তির খবর মেলে| সেই আবহেই ধর্মতলার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশে বক্তব্য রাখলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়| আর সেই বক্তব্য থেকে নিশানাও করলেন ভারতীয় জনতা পার্টি নেতৃত্ব ও তাঁদের আন্দোলনের অভিমুখকে|
বুধবার বক্তব্যের শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নির্যাতিতদের উৎসর্গ করছি আজকের দিনটা| দেশ জুড়ে নির্যাতিতা এবং তাঁদের পরিবারকে উৎসর্গ করছি| এরপরেই মঙ্গলবারের নবান্ন অভিযান নিয়ে তোপ দাগেন তৃণমূল সুপ্রিমো| বলেন, কাল (মঙ্গলবার) কারা এসেছিল? ছাত্রছাত্রীরা তোমাদের কারও সঙ্গে নেই| শুভ সমাজ নেই| বাংলার লোক হলে কি নবান্ন, রাজভবন চিনত না? আমি তো কাল দেখলাম রাজভবনের দক্ষিণ গেটেও ঢিল মেরেছে| এরা কারা? এরা কোথা থেকে এসেছে? কেউ যদি মনে করেন বাইরে থেকে এসে বাংলাকে অশান্ত করবেন, তাঁরা মনে রাখবেন বাংলা অচল হয় না| পাশাপাশি মঙ্গলবার পুলিসের ভূমিকা নিয়ে প্রশংসার সুর শোনা গেল মমতার গলায়| তিনি বলেন, আমি কালকের জন্য পুলিশকে স্যালুট জানাই| সংযত থেকেছে, নিজের রক্ত দিয়েছে| কিন্তু বিজেপির চক্রান্তের ফাঁদে পা দেয়নি|
আর জি কর কাণ্ডে বিজেপির ভূমিকা নিয়েও এরপর প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়| তিনি বলেন, আসল আন্দোলনের মুখ ঘোরানোর চেষ্টা করছে বিজেপি| আজকে জেনেশুনে বনধ ডেকেছে| ওদের বডি চাই| আমরা বিচার চাই, দোষী ব্যক্তির শাস্তি চাই| আর ওরা আসল আন্দোলনে জল ঢেলে দিয়েছে| বাংলাকে বদনাম করার খেলায় নেমেছে| আমি তাদের ধিক্কার জানাই| পাশাপাশি তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ বানচাল করার চেষ্টা করেছে বিজেপি, এই অভিযোগ তুলেও তোপ দাগেন মমতা| তিনি বলেন, আজকে আমাদের ছেলেমেয়েরা যারা আসছিল, তাদের আটকে দেওয়ার চেষ্টা করা হয়েছে| বনধ ডেকে ট্রেন আটকে দেওয়া হয়েছে|
এরপরই সরাসরি তৃণমূল সুপ্রিমো তির নিক্ষেপ করেন বিজেপির শীর্ষ নেতৃত্বের দিকে| মমতা বলেন, কিসের বনধ? যদি বনধ করতে হয় তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বনধ করো| যিনি আজ পর্যন্ত শুধু এজেন্সি লাগিয়ে মানুষের উপর অত্যাচার করা ছাড়া কিছুই করেননি| টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে অসম, মণিপুর, উত্তরপ্রদেশের উদাহরণ টেনে বিজেপির দিকে তির নিক্ষেপ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়|
মেয়ো রোডের সভামঞ্চ থেকে রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো| কটাক্ষ করে তিনি বলেন, আমি জানি রাজাবাবু কিছু করবেন না| যদি তিনি (বিলে সই) না করেন, তবে মেয়েরা রাজভবনে গিয়ে বসে থাকবে| কার্যত রাজভবন ঘেরাও-এর ডাক দিয়ে মমতা বলেন, ঘণ্টার পর ঘণ্টা বসে থাকবে| এই বিল সই করতে হবে| রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়ে দায়িত্ব সারলে হবে না| আপনার রাজভবনের এক জন মহিলা কর্মীকে নির্যাতন করেন| সেই মেয়েটা বিচার পায়নি|






