২১ কার্তিক ১৪৩২ শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫
২১ কার্তিক ১৪৩২ শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫

মধ্যমগ্রামে মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার, তদন্ত শুরু পুলিশের

High News Digital Desk:

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে ভাড়া বাড়ি থেকে উদ্ধার হল মা ও মেয়ের মৃতদেহ। মধ্যমগ্রামের দোহারিয়াতে এই ঘটনাটি ঘটেছে। মৃতাদের নাম প্রিয়াঙ্কা রায় (২৬) ও মেয়ে প্রশংসা রায় (৬)। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বারাসত হাসপাতালে পাঠিয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, দোহারিয়ার প্রসেনজিৎ রায়ের সঙ্গে সাতবছর আগে বিয়ে হয়েছিল প্রিয়াঙ্কার। তাঁদের মধ্যে কোনও অশান্তি ছিল না। প্রিয়াঙ্কার স্বামী পিচ-বোর্ড তৈরির কারখানাতে কাজ করেন। শুক্রবার রাতে সেই কারখানাতেই কাজ করছিলেন তিনি।

পুলিশ সূত্রে খবর, যখন কারখানায় ছিলেন প্রসেনজিৎ তখন সে দু’বার ফোন করেছিলেন প্রিয়াঙ্কাকে। কিন্তু ফোন তোলেননি প্রিয়াঙ্কা। তখনই এক প্রতিবেশীকে ফোন করেন প্রসেনজিৎ। প্রিয়াঙ্কার খোঁজ নিতে বলে সে। তারপরেই সেই প্রতিবেশী প্রসেনজিতের বাড়িতে গিয়ে ডাকাডাকি করে। কিন্তু কোনও সাড়া শব্দ না পাওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ, দরজা ভেঙে মা প্রিয়াঙ্কা ও মেয়ের মৃতদেহ উদ্ধার করে। মৃতার পরিবারের আত্মীয়-সহ স্বামী প্রসেনজিৎ এখনও বুঝে উঠতে পারছেন না কীভাবে ঘটল এই ঘটনাটি।

Scroll to Top