৬ পৌষ ১৪৩২ মঙ্গলবার ২২ ডিসেম্বর ২০২৫
৬ পৌষ ১৪৩২ মঙ্গলবার ২২ ডিসেম্বর ২০২৫

মধুবনীতে উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, অমৃত ভারত ট্রেনের যাত্রারও সূচনা

High News Digital Desk:

বিহারের মধুবনীতে ১৩,৪৮০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও অমৃত ভারত এক্সপ্রেস ও নমো ভারত র‍্যাপিড রেলের সূচনা করেছেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং প্রমুখ।

এই অনুষ্ঠান থেকেই প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ ও শহুরে উভয়) এবং দীনদয়াল উপাধ্যায় অন্ত্যোদয় যোজনা-জাতীয় গ্রামীণ জীবিকা মিশন-এর অধীনে আর্থিক সহায়তা প্রদান করেছেন প্রধানমন্ত্রী। জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষ্যে এদিন বিজয়ীদের বিশেষ ক্যাটাগরির জাতীয় পঞ্চায়েত পুরস্কার ২০২৫ প্রদান করেছেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে ক্লাইমেট অ্যাকশন স্পেশাল পঞ্চায়েত পুরস্কার, আত্মনির্ভর পঞ্চায়েত বিশেষ পুরস্কার এবং পঞ্চায়েত ক্ষমতা নির্মাণ সর্বোত্তম সংস্থা পুরস্কার।

প্রধানমন্ত্রীর হাত ধরে রেল যোগাযোগ ব্যবস্থার বড় ধরনের উন্নয়ন হল মধুবনীতে, প্রধানমন্ত্রী মোদী এদিন সহরসা ও মুম্বইয়ের মধ্যে অমৃত ভারত এক্সপ্রেস, জয়নগর ও পাটনার মধ্যে নমো ভারত র‍্যাপিড রেলের উদ্বোধন করেছেন।

Scroll to Top