৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

মঙ্গলবার রাতে প্রেসিডেন্সি জেলে অসুস্থ হয়ে পড়লেন প্রাক্তন খাদ্যমন্ত্রী

High News Digital Desk:

মঙ্গলবার রাতে প্রেসিডেন্সি জেলে অসুস্থ হয়ে পড়লেন প্রাক্তন খাদ্যমন্ত্রী:

মঙ্গলবার রাতে প্রেসিডেন্সি জেলে অসুস্থ হয়ে পড়লেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। সঙ্গে সঙ্গেই তাঁকে আনা হয় এসএসকেএম হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, জ্যোতিপ্রিয় মল্লিকের জন্যে এসএসকেএম হাসপাতালে একটি মেডিক্য়াল বোর্ড বসানো হয়েছে।  জ্য়োতিপ্রিয় মল্লিক হাই ডায়াবেটিসের রোগী। এর আগে একবার আদালতে পেশের দিন এজলাসেই অজ্ঞান হয়ে গিয়েছিলেন তিনি। কাঠগড়ার সামনে দাঁড়িয়েছিলেন মন্ত্রী। আদালতে সওয়াল জবাবের পর বিচারক মন্ত্রীর ইডি হেফাজতের নির্দেশ দেন। এই নির্দেশের পরই আদালতে অজ্ঞান হয়ে পড়ে যান জ্যোতিপ্রিয় মল্লিক। মুখ দিয়ে গ্যাঁজলা উঠতে দেখা যায়। গত ১৪ অক্টোবর বাকিবুর রহমানকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বাকিবুরকে জেরা করে যে তথ্য পাওয়া গিয়েছিল তার উপর ভিত্তি করে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি সব বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়। এরপর গ্রেফতার করা হয়েছিল রাজ্যের মন্ত্রীকে।  মঙ্গলবার বিকেলে জেলেই অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয় মল্লিক। বুকে ব্যথা অনুভব করেন তিনি। কিছুটা শ্বাসকষ্টও হয় তাঁর। তাঁকে আনা হয় এসএসকেএম হাসপাতালের জরুরি বিভাগে। সেখানেই তাঁকে পরীক্ষা করেন চিকিৎসকরা। তার পরেই তাঁকে ভর্তি করে নেওয়া হয়। কার্ডিওলজির এমার্জেন্সি ওয়ার্ডের ৫ নম্বর কেবিনে ভর্তি করা হয়েছে জ্যোতিপ্রিয়কে। জ্যোতিপ্রিয় মল্লিকের অসুস্থতা নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা। কারণ তিনি অসুস্থতা বোধ করে চিকিৎসা করাতে এলেন কার্ডিওলজি বিভাগে। সেখানে এমার্জেন্সিতে আড়াই ঘণ্টা পর্যবেক্ষণে থাকলেন, বেডও পেলেন সেখানে। অথচ তাঁর চিকিৎসায় যে মেডিক্যাল বোর্ড গঠন করা হল, সেখানে কার্ডিওলজি বিভাগের কোনও চিকিৎসকই নেই। কার্ডিওলজির তত্ত্বাবধানে তিনি নেই।  রাজ্যে রেশন বণ্টন দুর্নীতির সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের, উঠেছিল এই অভিযোগ। অভিজিৎ দাসের বাড়ি থেকে একটি মেরুন রঙের ডায়েরি উদ্ধার হয়। আর সেখানে ‘বালুদা’ প্রসঙ্গ উল্লেখ রয়েছে বলে আদালতে জানিয়েছিল তদন্তকারী সংস্থা। ED জানায়, প্রায় ১২ কোটি কালো টাকা সাদা করা হয়। এক্ষেত্রে তিনটি ভুয়ো সংস্থাকে ব্যবহার করা হয়েছিল। শুধু তাই নয়, বাড়ির রাঁধুনির নামেও ভুয়ো কোম্পানি খুলেছিলেন জ্যোতিপ্রিয়, দাবি করেছিল ED।

Scroll to Top