মঙ্গলবার মুল্লানপুরের মহারাজা যাদবীন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-এর মুখোমুখি হবে পঞ্জাব কিংস (পিবিকেএস)।
আইপিএলে দুই দলের মুখোমুখি রেকর্ড:
**খেলা ম্যাচ – ৩৩টি
**পিবিকেএস জিতেছে – ১২টি
**কেকেআর জিতেছে – ২১টি
**শেষ ফলাফল – পিবিকেএস আট উইকেটে জয়ী (এপ্রিল ২০২৪)।
মুল্লানপুরে পিবিকেএস রেকর্ড:
**খেলা ম্যাচ – ৭টি
**জিতেছে: ২টি
**হেরেছে: ৫টি
সর্বোচ্চ স্কোর: ২১৯/৬ বনাম সিএসকে (এপ্রিল ২০২৫)
সর্বনিম্ন স্কোর: ১৪২ অলআউট বনাম জিটি (এপ্রিল ২০২৪)।