সপ্তাহের প্রথম দিনেই রেকর্ড ঊর্ধ্বগতিশেয়ারবাজারে। মঙ্গলবার বাজার খুলতেই সেনসেক্স প্রায় ১,৭০০ পয়েন্ট উপরে। নিফটি ৫০-ও বেড়েছে ৫৩৯ পয়েন্ট।
সোমবার অম্বেডকর জয়ন্তীর ছুটির পরে মঙ্গলবার সকালেই বাজার খুলতেই চাঙ্গা ছবি ধরা পড়ে। সেনসেক্স ৭৬,৮৫২পয়েন্টে খুলেছে, নিফটি ৫০ শুরু করেছে ২৩হাজারের ওপরে। বাজারের এই উচ্ছ্বাসের রেশ আসলে শুক্রবার থেকেই শুরু হয়েছিল। সেদিন সেনসেক্স বেড়েছিল তেরোশো পয়েন্ট, নিফটি প্রায় সাড়ে চারশো পয়েন্ট।
আন্তর্জাতিক বাজারের ইতিবাচক ইঙ্গিতের প্রভাব পড়েছে ঘরোয়া বাজারে। মূলত সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিকস শিল্পে আমেরিকার সম্ভাব্য শুল্ক ছাড়ের খবরে বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে।
জানা গিয়েছে, আমেরিকার কাস্টমস বিভাগ কিছু গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক পণ্যে অস্থায়ী শুল্ক মকুব করেছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, এই সিদ্ধান্ত স্থায়ী নয়। পরবর্তী সপ্তাহে সেমিকন্ডাক্টরের উপর নতুন কর বসতে পারে।
তার মধ্যেই সোমবার মার্কিন বাজারে দেখা গেছে ঊর্ধ্বগতি। ডাও জোন্স বেড়েছে ০.৭৮ শতাংশ, ন্যাসডাক ০.৬৪ শতাংশ, এসঅ্যান্ডপি ০.৭৯ শতাংশ।
প্রভাব পড়েছে এশিয়ান ও ইউরোপিয়ান বাজারেও। তাইওয়ান, কোরিয়া, জাপান ও হংকং-এর সূচকও ঊর্ধ্বমুখী।
দেশীয় বাজারে বিনিয়োগকারীরা আশাবাদী। মার্চ মাসে ক্যাশ টাকার সংকট সত্ত্বেও SIP মারফত ২৫,০০০ কোটির বেশি বিনিয়োগ হয়েছে।









