৩ কার্তিক ১৪৩২ সোমবার ২০ অক্টোবর ২০২৫
৩ কার্তিক ১৪৩২ সোমবার ২০ অক্টোবর ২০২৫

ভোলেননি প্রধানমন্ত্রী, সাঁকরাইলের বাড়িতে উৎসবের মেজাজ

High News Digital Desk:

আমাকে নিয়ে তোমার আঁকা সুন্দর মুখচ্ছবি সম্পর্কে তোমায় অকুণ্ঠ প্রশংসা জানাই| তোমার শিল্পকর্ম আমার হৃদয় ছঁয়ে গিয়েছে| আমি অনুপ্রাণিত হয়েছি তোমার ছবি দেখে| এমনই উচ্ছ্বসিত ভাষায় একটি চিঠি এসে পৌঁছেছে সাঁকরাইলের শর্মাবাড়িতে| সেই চিঠি পড়ে বাড়ির ছোট মেয়ের কান্না আর থামছে না| ব্যাপার কী? কেই বা লিখলেন এমন মর্মস্পর্শী পত্রখানি?
বেশি রহস্য তৈরি না করে, খোলসা করা যাক ঘটনা| পত্রটির প্রেরক দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি| কিন্তু কেন এমন চিঠি, তার প্রেক্ষাপটটা এবার খুলে বলা জরুরি|
চব্বিশের লোকসভা নির্বাচনের আগে, ১২ মে, সাঁকরাইলে বিজেপির প্রচারে সভা করেন নরেন্দ্র মোদি| তাঁকে দেখতে সেই সভায় বাবার সঙ্গে হাজির হয় শর্মা পরিবারের দুই মেয়ে বাণী ও উন্নতি| তাদের হাতে ছিল তাদেরই আঁকা ছবি| দিদি বাণীর হাতে ছিল নরেন্দ্র মোদির পোর্ট্রেট আর বোন উন্নতির হাতে বেটি বাঁচাও, বেটি পড়াও পোস্টার| সেদিন প্রধানমন্ত্রীর নজর এড়ায়নি দুই বোনের ওই শিল্পকর্ম| তিনি মঞ্চ থেকে প্রতিনিধি পাঠিয়ে ছবি দুটি সংগ্রহ করেন| প্রতিনিধির মাধ্যমেই জেনে নেন বাণী-উন্নতির ঠিকানাও| কথা দেন, সময় করে চিঠি লিখবেন তিনি|
সত্যিই যে সেই চিঠি এসে পৌঁছবে বাড়ির ঠিকানায়, এতটা বোধহয় আশা করেননি বাণী-উন্নতির বাবাও| কিন্তু তেমনটাই বাস্তব আজ| খুশিতে ডগমগ গোটা পরিবার|
প্রধানমন্ত্রী চিঠি লিখেছেন বাড়ির ছোট মেয়ে উন্নতিকে| সে তো আনন্দে কেঁদেই একশা! আর দিদি বাণী, বোনের গৌরবে যারপরনাই আনন্দিত|
প্রধানমন্ত্রী তাঁর চিঠিতে বাংলার শিল্প-সাহিত্যের প্রতি অকৃত্রিম মুগ্ধতা প্রকাশ করতে ভোলেননি| ছবি আঁকায় উন্নতির আরও উন্নতি কামনা করেছেন তিনি|

Scroll to Top