ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন ইস্যুতে মঙ্গলবারও বিক্ষোভ প্রদর্শন করলেন কংগ্রেস-সহ বিরোধী দলের সাংসদরা। “ভোট চুরি বন্ধ করো”, “এসআইআর বন্ধ করো” এমনই একাধিক স্লোগান দিতে থাকেন ইন্ডি জোটের সাংসদরা।
মঙ্গলবার লোকসভা ও রাজ্যসভার অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে সংসদ ভবন চত্বরে মকর দ্বারে এসআইআর-এর বিরোধিতায় স্লোগান দিতে থাকেন বিরোধী দলের সাংসদরা। বিক্ষোভ কর্মসূচিতে শামিল হন সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে-সহ বিরোধী দলের সাংসদরা। বেশ কিছু সময় চলে এই বিক্ষোভ-কর্মসূচি।
এদিকে, “বাংলার অপমান মানছি না”, এই স্লোগানে বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন তৃণমূল কংগ্রেস সাংসদ ইউসুফ পাঠান, সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন প্রমুখ।