৩ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৫
৩ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৫

ভোট গননায় কারচুপির আশঙ্কা প্রকাশ করলেন সাংসদ ডা: জয়ন্ত কুমার রায়।

High News Digital Desk:

ধূপগুড়ি উপ নির্বাচনের দায়িত্বে থাকা কমিশনের জেনারেল অবজারভার কৈলাশ সুকদেও পাগাড়ের সঙ্গে দেখা করে ভোট গননায় কারচুপির আশঙ্কা প্রকাশ করলেন জলপাইগুড়ির সাংসদ ডা: জয়ন্ত কুমার রায়।

ধূপগুড়ি উপ নির্বাচনের ভোট গননা হবে জলপাইগুড়ি উত্তরবঙ্গ বিশ্ব বিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে।

ভোটগ্রহনপ্রক্রিয়াশান্তিপূর্ণভাবেশেষহলেওবিজেপিরআশঙ্কাসদ্যশেষহওয়াপঞ্চায়েতভোটেরগননারমতোএখানেওকারচুপিহতেপারে।প্রশাসনকেকাজেলাগিয়েকারচুপিকরতেপারেশাসকদল।

এই আশঙ্কার কথা এদিন অবজারভার কে লিখিত আকারে জানান সাংসদ।জলপাইগুড়ি সার্কিট হাউসে অবজারভারের সঙ্গে দেখা করে নিজেদের আশঙ্কার কথা তুলে ধরেন।

Scroll to Top