সাতসকালে ভিক্টোরিয়ার সামনে রুদ্ধশ্বাস অভিযান| জঙ্গির হাতে অপহৃত ভিআইপি! উদ্ধারে নেমেছে সেনা| হাত উঁচু করে রয়েছেন ভিআইপি| ভিক্টোরিয়ার ভিতরে আটকে রয়েছেন আরও বেশ কয়েকজন ভিআইপি! তাঁদের ঘিরে রেখেছে জঙ্গি| ভিতরে চলছে গুলির লড়াই| বাইরে বন্দুক উঁচিয়ে তাক করে রেখেছে সেনা| যে কোনও মুহূর্তে বাইরে থেকেও চলতে পারে গুলি| ভিক্টোরিয়ার সামনে এক রুদ্ধশ্বাস লড়াই| নাহ! তাক্ষণিকভাবে সবটা দেখে গায়ে কাঁটা দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হতেই পারে| কিন্তু এই দৃশ্য কেবলমাত্র মহড়া| মুম্বইয়ের তাজ প্যালেস হোটেল! তাজ হোটেলের বিখ্যাত গম্বুজের পিছনে দাউ দাউ করে জ্বলছে আগুন| স্মৃতি এখনও ভারতের ৱুকে জ্বলজ্বলে| ১৪ বছর আগে এই তাজ হোটেলে পাকিস্তানের মদতেপুষ্ট লস্কর জঙ্গিরা তিন দিন ধরে হামলা চালিয়ে তিরিশ জনেরও বেশি মানুষকে হত্যা করেছিল| মরণাপন্ন লড়াইয়ের পর উদ্ধার করা হয়েছিল অপহৃতদের|
সেই থেকে শিক্ষা নিয়ে তারপর থেকে প্রতি বছর নভেম্বর মাসে সেনার তরফ থেকে এই মহড়ার আয়োজন করা হয়| এবার এই মহড়া কলকাতায় হচ্ছে| মহড়ায় দেখা যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে জঙ্গিরা হামলা চালিয়েছে| ভিক্টোরিয়ার একাধিক জায়গায় জঙ্গিরা লুকিয়ে রেখেছে বোমা-বিস্ফোরক| বেশ কয়েকজন ভিআইপি-কে ভিক্টোরিয়ার ভিতরে আটকে রেখেছে জঙ্গিরা| খবর যায় ভারতীয় সেনা, নৌ-বাহিনী, এনএসজি-র কম্যান্ডর কাছে| সঙ্গে সঙ্গে একের পর এক জঙ্গিকে নিকেশ করে| যারা বেঁচেছিল, তাদেরকে ধরে ফেলে| রীতিমতো রুদ্ধশ্বাস লড়াই| আর তারপর জঙ্গিদের হাত থেকে মুক্ত করা হয় ভিক্টোরিয়া মেমোরিয়ালকে| এক রুদ্ধশ্বাস লড়াইয়ের মহড়া| নাম দেওয়া হয়েছে সি-ভিজিল|










