৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

ভারী যানবাহন চলাচলে ফের রাশ টানা হল বিদ্যাসাগর সেতুতে

High News Digital Desk:

ভারী যানবাহন চলাচলে ফের রাশ টানা হল বিদ্যাসাগর সেতুতে:

ভারী যানবাহন চলাচলে ফের রাশ টানা হল বিদ্যাসাগর সেতুতে।প্রথম ফেজে বন্ধ রাখা হবে হাওড়াগামী লেন। পরের ফেজে আবার বন্ধ থাকবে কলকাতাগামী লেন।  মূলত, ভারী যান চলাচল নিয়ন্ত্রণ হবে বলেই জানা গিয়েছে। বিদ্যাসাগর সেতুর রক্ষণাবেক্ষণের জন্যেই এই যান নিয়ন্ত্রণ করা হচ্ছে।রাতের বেলা পণ্যবাহী গাড়িগুলিকে দ্বিতীয় হুগলি সেতুর বদলে স্ট্র্যান্ড রোড হয়ে হয়ে হাওড়া ব্রিজ হয়ে পাস করানো হবে বলে জানানো হয়েছে। তবে পণ্যবাহী গাড়ি ছাড়া অন্যান্য গাড়ি চলাচলের ক্ষেত্রে কোনও সমস্যা থাকছে না বলেই জানানো হয়েছে।আপাতত ট্রায়াল রান হিসেবে পণ্যবাহী গাড়িগুলিকে এই পথ দিয়ে যাতায়াত করানো হবে। ট্রায়াল রানের ফল কী হয়, তা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে পণ্যবাহী ছাড়া এই সেতু দিয়ে অন্যান্য গাড়ি আগের মতোই যাতায়াত করতে পারবে।১ নভেম্বর থেকে শুরু হয় ঐতিহ্যশালী এই সেতুর রক্ষণাবেক্ষণের কাজ। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এই সেতুর রক্ষণাবেক্ষণের কাজ অবশ্যম্ভাবী হয়ে পড়ে। হুগলি রিভার ব্রিজ কমিশনার্স’ (এইচআরবিসি) -এর তত্ত্বাবধানে এই সেতুর রক্ষণাবেক্ষণের কাজ শুরু করা হয়। আট মাস ধরে ধাপে ধাপে এই কাজ হবে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, মোট ১৫২টি কেব্‌ল দিয়ে এই সেতুটি ধরে রাখা হয়েছে। যে সমস্ত পণ্যবাহী গাড়ি ডিএল খানের দিক থেকে এজেসি বোস রোড হয়ে বিদ্যাসাগর সেতুর দিকে আসবে, তা হসপিটাল রোডের দিকে ঘুরিয়ে ডানলপ ক্রসিং হয়ে নিবেদিতা সেতু দিয়ে যাবে। যে গাড়িগুলি এক্সাইড ক্রসিং হয়ে দ্বিতীয় হুগলি ব্রিজের দিকে যাব, তার রুট বদলে জেএল নেহরু রোড ধরে শ্যামবাজার পাঁচ মাথার মোড় হয়ে নিবেদিতা সেতু দিয়ে এগিয়ে যাবে। বন্দরের দিক থেকে আসা গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে সেন্ট জর্জ গেট রোডের দিকে। সেগুলিকেও শ্যামবাজার পাঁচ মাথার মোড় হয়ে নিবেদিতা সেতু দিয়ে পাস করানো হবে।

Scroll to Top