৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

ভারী বৃষ্টিপাতের সম্ভবনায় কোচবিহারে কমলা সতর্কতা জারি

High News Digital Desk:

ভারী বৃষ্টিপাতের সম্ভবনায় কোচবিহারে কমলা সতর্কতা জারি :-

উত্তরবঙ্গে আবারও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামী ২২ অগাস্ট থেকে ২৬ অগাস্ট পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে কমলা হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে কোচবিহার সহ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা। উত্তরবঙ্গের অন্যান্য জেলায় মাঝারি থেকে ভারী বর্ষনের হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে কোচবিহার জেলার বিভিন্ন নদীগুলিতে জলস্তর বেড়ে যাওয়ার আশঙ্কা থাকবে। কারন ভূটান থেকে জল ছাড়লে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সেই কারনে তিন ঘন্টা অন্তর অন্তর নদী গুলিতে জল বাড়ছে কি না সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। ভারী বৃষ্টির সম্ভবনায় ইতিমধ্যেই সতর্কতা অবলম্বন করেছে কোচবিহার জেলা প্রশাসন। জেলা শাসক পবন কাদিয়ান জানান, গ্রাম থেকে শহর, জেলার সব স্তরে ফ্লাড সেন্টার, রিলিফ সেন্টার, ডিজাস্টার ম্যানেজমেন্ট সকলকে আগাম সতর্ক করে দেওয়া হয়েছে পরিস্থিতি মোকাবিলা করার জন্য।

Scroll to Top