৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

ভারী বৃষ্টিতে জলমগ্ন মুম্বই, জুহু সমুদ্র সৈকতে মোতায়েন পুলিশ

High News Digital Desk:

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ল বাণিজ্যনগরী মুম্বই। মুম্বই শহরে টানা বৃষ্টির কারণে জেজে ফ্লাইওভারে জল জমে গিয়েছে। মুম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস এলাকায় প্রবল বৃষ্টি হয়। প্রবল বৃষ্টির কারণে মন্থর গতিতে চলচল করে যানবাহন। আন্ধেরিতেও প্রবল বৃষ্টি হয়েছে।

সোমবার ভোর থেকেই মুম্বইতে প্রবল বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া বইতে থাকে। যে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্কতা হিসেবে জুহু সমুদ্র সৈকতে পুলিশ মোতায়েন করা হয়েছে। আরব সাগরে উঁচু ঢেউ উঠছে, সকাল ১১:২৪ টায় জোয়ারের সতর্কতা জারি করা হয়েছে। সেই সময় ঢেউ ৪.৭৫ মিটার উচ্চতায় পৌঁছতে পারে বলে আশা করা হচ্ছে।

মহারাষ্ট্রের রায়গড়, রত্নাগিরি এবং সিন্ধুদুর্গ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে আইএমডি কমলা সতর্কতা জারি করেছে। মুম্বই, থানে, পালঘর এবং আরও বেশ কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

Scroll to Top